কলকাতানিউজপলিটিক্স

তৃণমূলের পতন, বাজিমাত করলো বিজেপি!

Advertisement

তিনি ছিলেন রাজ্যের অনান্য তৃনমূল নেতাদের থেকে সবচেয়ে জনপ্রিয়। আর হবে নাই বা কেন! তিনি যে ছিলেন কলকাতার শহরের মেয়র! নাম শোভন চট্টোপাধ্যায়। গোটা কলকাতা ছিলো তার অধীনে। কিন্তু হঠাতেই ছন্দপতন। দলের মধ্যে অর্ন্তদ্বন্দ্বের কারনে ছাঁটাই করা হয় তার পদ। আসতে আসতে কমিয়ে দেওয়া হয় তার প্রশাসনিক ক্ষমতায়। তাই আর নিজেকে তৃনমূলের মধ্যে আটকে না রেখে আজকেই তার বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেবেন। ইতিমধ্যেই মাথায় হাত পড়েছে তৃনমূলের। কারন শোভন চট্টোপাধ্যায় দলের হেভিওয়েট ও জনপ্রিয় নেতাদের মধ্যে একজন। দলের অন্দরের সব কথায় তার জানা।

Related Articles

Back to top button