১৫ ই আগস্ট কৃষক যোজনায় নতুন ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে তিনি কৃষক পেনশন যোজনা চালু করার কথা ঘোষণা করবেন। এই ঘোষণা অনুযায়ী ৩০০০ টাকা পেনশন পাবেন কৃষকরা! এই পেনশন স্কিমের সুবিধা পাবেন প্রায় ১২-১৩ কোটি কৃষক৷ কৃষি সচিব রাজ্যগুলিকে ইতিমধ্যেই চিঠি লিখে এই স্কিম মেকানিজম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে৷
প্রথম পর্যায়ে ৫ কোটি কৃষকদের কাছে পৌঁছবে সরকার৷ এই যোজনা অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনও কৃষক এই যোজনার সঙ্গে যুক্ত হতে পারবেন৷ ৬০ বছর বয়সের পর তাঁরা কৃষক পেনশন যোজনা অনুযায়ী ৩০০০ টাকা প্রতি মাসে পেনশন পাবেন৷ যদি ওই ব্যক্তির কোনও কারণে মৃত্যু হয় তাহলে তার স্ত্রী পেনশনের ৫০ শতাংশ পাবেন৷ এই যোজনায় প্রথম পর্যায়ে খরচ হতে চলেছে প্রায় ১০ হাজার কোটি টাকা৷
সরকারের পক্ষ থেকে রাজ্যগুলিকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে৷ কৃষকদের পেনশন ফান্ড ম্যানেজ করবে LIC সংস্থা৷ আগামী সপ্তাহ থেকে এই যোজনার রেজিষ্ট্রেশন শুরু করা হবে৷ যোজনার নিয়ম অনুযায়ী ১৮ বছর থেকে যদি কেউ এই যোজনা রেজিষ্ট্রেশন করে তাহলে তাকে প্রতি মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে৷ এরপর সরকারও প্রতি মাসে ১০০ টাকা করে তাঁর পক্ষ থেকে জমা করবে৷