কলকাতানিউজপলিটিক্স

শিক্ষক-শিক্ষিকাদের পর এবার ধর্নায় মমতা!

Advertisement

রাজ্যের দুর্গা পুজোতে আয়কর দফতরের কর বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে তৃণমূল কংগ্রেস। রবিবার তিনি টুইট করে জানান, “আয়কর দফতর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা। উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না।

আমাদের দাবি, দুর্গা পুজো ও কমিটিগুলির ওপর কোনও রকম ট্যাক্স বসানো চলবে না। “তিনি আরও জানান, “আগামী ১৩ আগস্ট মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার বিপরীতে তৃণমূল কংগ্রেসের ‘বঙ্গ জননী’ শাখা ধর্নায় বসবে (সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা)।”

Related Articles

Back to top button