সুরজিৎ দাস : মজিদ বাসকার এই নামটা কলকাতা ময়দানে এক অতি পরিচিত নাম ৮০র দশকে ইরানি ফুটবলার আলিগরে পড়তে আসা তারপর সেখান থেকে ফুটবলের মক্কায় পদার্পণ ইস্টবেঙ্গল এর হাত ধরে। মাঝের দুই বছর লাল হলুদ জার্সি গায়ে সবুজ ক্যানভাসে ফুটিয়ে তোলা একের পর এক মাস্টার্স পিস। ৮০ র দশকের সমর্থকদের মধ্যে নাম টা যেমন জনপ্রিয় ছিলো আজ ৩২ বছর পরেও বর্তমান প্রজন্মের মধ্যে নামটা ঠিক ততোটাই জনপ্রিয় তাইতো তার আগমনে ভোর রাতেও জনপ্লাবন দেখলো শহর কলকাতা।
আজ ভোর ৩.৪০ এ শহরে পা রাখের ময়দানের বাদশাহ তার আগমন উপলক্ষে রাত ১১ টা থেকেই বিমানবন্দরে জনপ্লাবন দেখা যায় কয়েক হাজার মানুষ বিমানবন্দর এর মূল গেট জুড়ে দাঁড়িয়ে যাদের সামলাতে হিমসীম খেলো কলকাতা পুলিশ। প্রথম বার বেড়িয়েও ভিড়ের চাপে ভিতরে চলে যান তিনি পরে অন্য গেট দিয়ে তাকে বার করে বাইপাস সংলগ্ন হোটেলে নিয়ে যাওয়া হয়। আজ সারাদিন হোটেলেই থাকবেন তিনি কাল ক্লাবে বল পায়ে মাঠে নামার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। এছাড়াও ৮০র দশকের স্মৃতি নিয়ে ময়দান ও গঙ্গারপারে ঘুরতেও যাবেন তিনি। আগামী ১৩ তারিখ ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন মজিদ।