অরূপ মাহাত: সবাইকে চমকে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার করল ইডি। যার বিরুদ্ধে কোটি কোটি টাকা ব্যাংক জালিয়াতি রয়েছে, সেই রাতুল পুরীকে সোমবার গভীর রাতে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে।
গতকাল, সোমবার গভীর রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাইপো রাতুল পুরীকে। বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৫৪ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে এই রাতুলের বিরুদ্ধে। বহুবার নোটিশ পাঠিয়েও কোন সদুত্তর না পেয়ে ইডির দ্বারস্থ হয় ব্যাংকগুলি। এরপরই নড়েচড়ে বসে ইডি। শুরু হয় তদন্ত। অবশেষে গত ১৮ আগস্ট রাতুলকে ঋণখেলাপির তকমা দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইডি। তারপরই তাঁকে গ্রেফতারের তোড়জোড় শুরু হয়। শেষ পর্যন্ত গতকাল গ্রেফতার করা হয় বর্ষীয়ান কংগ্রেস নেতা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাইপো রাতুল পুরীকে।
তবে এ বিষয়ে কমল নাথ কোন কিছু মন্তব্য করতে নারাজ। অন্যদিকে এই ঘটনাকে তুলে ধরে কংগ্রেস নেতাদের দূর্নীতিগ্রস্ত প্রমাণ করতে মরিয়া বিজেপি।