এবার জলের তলায় হু হু করে ছুটবে মেট্রো। 2021 নাগাদ কলকাতায় ঘটতে চলেছে এই ঘটনা। মোদি সরকারের আমলে দেশ এই প্রথম এই ধরনের একটি পদক্ষেপ দেখার জন্য আমজনতা মুখিয়ে রয়েছে। বর্তমানে এই আন্ডারওয়াটার মেট্রো তৈরীর কাজ চলছে পূর্ণোদ্যমে।
এটি সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান এর মধ্যে 16 কিলোমিটার পথ অতিক্রম করবে। ট্রেনের জন্য বিশেষ সুড়ঙ্গের ব্যবস্থা করা হয়েছে যা পাঁচশ কুড়ি মিটার লম্বা প্রায় 30 ফুট গভীর। মেট্রোর প্রথম ফেজের কাজ শীঘ্রই চালু করে দেওয়া হবে বলে জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
তারা জানাচ্ছেন মেট্রো সুরক্ষার জন্য 4 হাইটেক নিরাপত্তা বেষ্টনীতে সুরঙ্গ মুড়ে ফেলা হয়েছে। আর এই সুরঙ্গ অতিক্রম করতে কলকাতা মেট্রোর মাত্র কয়েক মিনিট সময় লাগবে।
প্রতি ঘণ্টায় 80 কিলোমিটার বেগে এই মেট্রো ছুটবে বলে জানা যাচ্ছে। 2009 সাল থেকে এই প্রোজেক্টের কাজ শুরু হয়ে গেছে। চলছে কাজ পুরোদমে। আশা করা হচ্ছে 2021 সাল নাগাদ এটি জনসাধারণের ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে।