দেশনিউজ

চন্দ্রযান 2- এর আরো এক বড় সাফল্য। এখনই জেনে নিন

Advertisement
Advertisement

সাফল্যের সাথে একটি কঠিন পরীক্ষায় পাশ করলো চন্দ্রযান 2। চাঁদের কক্ষপথে সঠিকভাবে প্রবেশ করেছে এই যান। ইসরোর পক্ষ থেকে এই খবর জানিয়ে টুইট করা হয়েছে আজ সকালে। সাথে সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থান করবে এই চন্দ্রযান। তাই আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল ইসরোর বিজ্ঞানীদের কাছে। তাদের কক্ষপথে ঠিকমতো প্রবেশ করতে না পারলে মহাশূন্যে দিশাহীন ভাবে ঘুরতে থাকতো এই চন্দ্রযান ‌ এবং ও সফল হয়ে পড়তো এই অভিযান।

Advertisement
Advertisement

চন্দ্রযান কে চাঁদের কক্ষপথে প্রবেশ করাই ছিল ইসরোর কাছে একটি ভীষণ বড় চ্যালেঞ্জ। কারণ চন্দ্রযান 2 এর গতি নিয়ন্ত্রণ করার উপর এই পুরো প্রক্রিয়াটি নির্ভর করছিল। কারণ ভর্তি হতে হবে একেবারে অব্যর্থ। কারণ গতি কম হলেই সেটি চাঁদের মাধ্যাকর্ষণের দিকে ছিটকে পড়বে। আর খুঁজে পাওয়া যাবে না তার অস্তিত্ব। তাই রাত ভোর জেগে অংক মিলিয়েছে ইসরোর বিজ্ঞানীরা।

Advertisement

অবশেষে সাফল্য অর্জন। ‌ আজ চাঁদের কক্ষপথে প্রবেশ করলো চন্দ্রযান 2। ‌ কক্ষপথের 17 দিন গরবে সেটি। 7 ই সেপ্টেম্বর মাহেন্দ্রক্ষণে চাঁদে অবতরণ করবে।‌ সেই দিনই ফাইনাল পরীক্ষা ইসরোর বিজ্ঞানীদের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button