টেক বার্তানিউজ

দাম দশ হাজার টাকার কম, বাজারে এলো নতুন Realme5, জানুন কি কি আছে এই ফোনে!

Advertisement
Advertisement

Realme অবশেষে ভারতে realme 5 সিরিজ লঞ্চ করল। সিরিজটিতে ২ টি স্মার্টফোন দেখা যাবে, realme 5 এবং realme 5 pro, যেগুলি এই কোম্পানির প্রথম চারটি ক্যামেরা যুক্ত স্মার্টফোন। প্রথম এই দামে কোন স্মার্টফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গেল। চারটি রিয়ার ক্যামেরা ছাড়াও realme 5 এবং realme 5 pro, তাদের পূর্বসূরিদের, realme 3 এবং realme 3 pro এর দামে আপডেট ডিজাইন এবং হার্ডওয়্যার নিয়ে আসছে। এক ঝলকে দেখে নেওয়া যাক এই স্মার্টফোন দুটির বৈশিষ্ট্য:

Advertisement
Advertisement

Realme 5 –
১. ডিসপ্লে : 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে
২. প্রসেসর: 2GHz Snapdragon 665 চিপসেট
৩. RAM +স্টোরেজ : 3 GB (32 GB স্টোরেজ) এবং 4 GB (64 GB /128 GB স্টোরেজ)
৪. ব্যাটারি: 5,000mAh
৫. সফ্টওয়ার: ফোনটি colorOS 6 এ চলে। Android 9 pie এর উপর।
৬. ক্যামেরা: রেয়ার ক্যামেরা: এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।  এই ক্যামেরায় থাকছে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন।
ফ্রন্ট ক্যামেরা: 13 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
৭. ওজন: ১৯৮ গ্রাম।

Advertisement

এছাড়াও কানেক্টিভিটির জন্য Realme 5 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক।

Advertisement
Advertisement

Realme 5 pro:
১. ডিসপ্লে : 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে
২. প্রসেসর: 2.3 GHz Snapdragon 712 চিপসেট
৩. RAM +স্টোরেজ : 4 GB + 64 GB, 6 GB + 64 GB , 8 GB + 128 GB
৪. ব্যাটারি: 4,035 mAh এবং VOOC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
৫. সফ্টওয়ার: ফোনটি colorOS 6 এ চলে। Android 9 pie এর উপর।
৬. ক্যামেরা: রেয়ার ক্যামেরা : Realme 5 এর মত এই ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।  এই ক্যামেরায় থাকছে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন।
ফ্রন্ট ক্যামেরা: 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর।
৭. ওজন: ১৮৪ গ্রাম।
কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0,  GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে।

Realme 5 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজে Realme 5 Pro এর দাম 14,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজে Realme 5 Pro এর দাম 16,999 টাকা।

অপরদিকে Realme 5 এর বেস ভেরিয়েন্ট কিনতে 9,999 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32 GB। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 এর দাম 10,999 টাকা। এবং 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5 কিনতে 11,999 টাকা খরচ হবে।
4 সেপ্টেম্বর সুপুর 12 টায় Flipkart থেকে বিক্রি শুরু হবে Realme 5 Pro এবং Realme 5 বিক্রি শুরু হবে 27 অগাস্ট থেকে। অফলাইনেও পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।

Advertisement

Related Articles

Back to top button