ভারতের লাগাতার চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে বাধ্য হয় পাকিস্তান। তাই পাকিস্তানের জেলে বসেই ভারতের উপর বদলা নেওয়ার ছক কষছে জামাত-উদ-দাওয়া (জেইউডি) হাফিজ মহম্মদ সইদ। ভারতের কূটনৈতিক কৌশলে মার্কিন চাপ সৃষ্টি হলে জেইউডি-কে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে বাধ্য হয় পাকিস্তান। তারপর থেকেই ভারতের বদলা নিতে বিভিন্ন ভাবে সক্রিয় হয় হাফিজ। বর্তমানে পাকিস্তানের জেলে বসেই বিভিন্ন ছোট ছোট সন্ত্রাসবাদী সংগঠনের মাধ্যমে ভারতে হামলার ছক কষছে জেইউডি প্রধান। এমনটাই দাবি ভারতীয় গোয়েন্দা বিভাগের।
এমন তথ্য হাতে আসার পরেই নড়েচড়ে বসে ভারতীয় সেনাবাহিনী। হাফিজের পরিকল্পনাকে ভেস্তে দিতে হাই এলার্ট জারি করা হয়েছে সেনাবাহিনীতে। নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের এক শীর্ষ গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার শাখা সংগঠন হিসেবে জেইউডি-র প্রধান সইদ জেলে থেকেও সক্রিয় রয়েছে। ভারতের মাটিতে নাশকতা চালাতে অন্যান্য ছোট ছোট জঙ্গি সংগঠনের সাহায্য নিচ্ছে হাফিজ। সন্ত্রাসে আর্থিক মদত ও আর্থিক জালিয়াতিতেও এই কৌশল নিয়েছে ২০০৮ মুম্বই হামলার মাস্টারমাইন্ড। এমনই দাবি গোয়েন্দা আধিকারিকদের। গোটা বিষয়টি নজরে আসতেই তার উপর কড়া নজর বাড়িয়েছেন ভারতীয় গোয়েন্দারা।