টেক বার্তাদেশনিউজ

Voter Card Slip: ফোন থেকেই ডাউনলোড করতে পারবেন Voter Slip, জানুন কীভাবে

Advertisement
Advertisement

লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে Voter Slip ডাউনলোড করে নেওয়া উচিৎ। কারণ ভোট আইডি স্লিপ ছাড়া ভোট দিতে পারবেন না। ঘরে বসেই মোবাইল থেকে ভোটার স্লিপ ডাউনলোড করার সুবিধা রয়েছে। পদ্ধতি খুব সহজ, অথচ অনেকেই সেটা জানেন না।

Advertisement
Advertisement

মোবাইল অ্যাপ থেকে ভোটার স্লিপ কীভাবে ডাউনলোড করবেন?

Advertisement

ভোটার স্লিপ ডাউনলোড করার জন্য প্রথমে ফোনে ভোটার হেল্পলাইন অ্যাপ এনভিএসপি ডাউনলোড করতে হবে। এটি অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এর পর অ্যাপে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। নতুন ইউজার থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর লগইন করতে হবে। লগ ইন করার পর ইলেক্টোরাল রুলে ‘সার্চ ইয়োর নেম’ অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে সার্চ বাই মোবাইল, সার্চ বাই বার/কিউআর কোড, সার্চ বাই ডিটেইলস বা এপিক নম্বর দিয়ে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপর ভোটার আইডি দেখতে পাবেন এবং তারপর ডাউনলোড আইকনে ট্যাপ করতে পারবেন।

Advertisement
Advertisement

download voter slip with online mobile app

ওয়েবসাইট থেকে অনলাইনে ভোটার স্লিপ ডাউনলোড করবেন কীভাবে?

প্রথমে আপনাকে অফিসিয়াল এনভিএসপি ওয়েবসাইটে লগইন করতে হবে। এর পরে ভোটার তালিকায় সার্চ অপশনে ট্যাপ করতে হবে। এবার সার্চ বাই ডিটেইলস, সার্চ বাই এপিক, সার্চ বাই মোবাইল থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও ক্যাপচা কোড লিখে ক্লিক করুন। এর পর অ্যাকশন কলামের নিচে ভিউ ডিটেইলস অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি ভোটার আইডির বিশদ দেখতে পাবেন। অবশেষে আপনি আপনার ভোটার স্লিপ ডাউনলোড করতে পারবেন।

Related Articles

Back to top button