ট্রাম্প-ইমরান বৈঠক! তারপরেই বড়সড় ধাক্কা খেলেন ইমরান খান! কি সিদ্ধান্ত নিলেন ট্রাম্প?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই বড়সড় ধাক্কা খেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আগে থেকেই আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। তারপরে এক ধাক্কায় পাকিস্তানকে দেওয়া আর্থিক অনুদানের পরিমাণ ৪৪০ মিলিয়ন ডলার কমিয়ে ৪.১ বিলিয়ন ডলার করে দিল আমেরিকা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩,১০০ কোটি টাকা কমিয়ে প্রায় ৩০,০০০ কোটি টাকা করে দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে সন্ত্রাসবাদ রোধে পাকিস্তান উল্লেখযোগ পদক্ষেপ না নেওয়াতেই আর্থিক সাহায্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২০১০-এ পাকিস্তান ও আমেরিকার মধ্যে সাক্ষর হওয়া পাকিস্তান এনহ্যান্সমেন্ট পার্টনারশিপ এগ্রিমেন্ট অনুযায়ী এই আর্থিক অনুদান পায় পাকিস্তান। ওয়াশিংটনের পরিকল্পিত সফরের তিন সপ্তাহ আগেই আমেরিকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সহায়তা কমানোর সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছিল।