পর্ন জগতের অন্যতম নারী সানি লিওন। এক নামেই তাকে চেনে গোটা বিশ্ব। বলিউডে পদার্পন করার পর থেকে ভারতে তার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। এবার সেই দিক থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টপকে গেলেন সানি। অগাস্টের প্রথম সপ্তাহে google এর পক্ষ থেকে একটি সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলিউড অভিনেতা শাহরুখ, সালমানদের মত কিনবদন্তিদের পেছনে ফেলে দিয়েছেন সানি লিওন। খবর পেতেই আনন্দে উৎফুল্ল হয়ে সানি বলেন, ‘আমার ফ্যানদের জন্যই এটা সম্ভব হয়েছে।’