নিউজ

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল বৃষ্টির সন্ধান, কবে থেকে শুরু? জেনে নিন

Advertisement

মৌসুমী আবহাওয়ার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন থেকে। কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো ঘন কালো মেঘ অথচ নেই বৃষ্টি। তবে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর দিল বৃষ্টির সন্ধান।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুরু হবে রাজ্য জুড়ে বৃষ্টি আগামী রবিবার থেকে। এই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বরাবর। শনিবার বেশি বৃষ্টি না হলেও থাকবে ঘন মেঘ। কিন্তু রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

এখন নিম্নচাপ ছত্রিশগড়ে যদিও তার শক্তি ক্রমশ কমে এসেছে। নিম্নচাপের প্রভাব থেকে মুক্ত রয়েছে এখনও বাংলা। আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টি 50% থেকে 42 শতাংশ কমে এসেছে। কলকাতা, হাওড়া তে বৃষ্টির ঘাটতি এখনো রয়েছে। গত বছরের তুলনায় কোলকাতার বৃষ্টির ঘাটতি 56 শতাংশ এবং হাওড়া তে 80 শতাংশ।

Related Articles

Back to top button