নিউজ

গাড়ির মহিলা কামরায় উঠে যা করলো এক যুবক, হতবাক যাত্রীরা!

Advertisement

রেল যাত্রী মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠলো আবার প্রশ্ন। আলাদা মহিলা কামরা থাকা সত্বেও থামছে না অপরাধ। মহিলা কামরায় এক পুরুষ ওঠায় প্রতিবাদ করেন অনিমা সাউ নামের এক মহিলা। প্রতিবাদ করার জন্য মহিলার ওপর ছুরি দিয়ে আক্রান্ত করে বসে ওই পুরুষটি। গত বৃহস্পতিবার সন্ধ্যা 7:16 মিনিটে ডাউন কল্যানি-শিয়ালদা লোকাল এ ঘটনাটি ঘটে। যখন কল্যাণী স্টেশন ছেড়ে যায় সেই মুহূর্তে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিল মহিলাটি। সেই মহিলাদের মেরে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। তরুণীটি গুরুতর আহত না হলেও কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাটিকে।

Related Articles

Back to top button