এবার থেকে এই টেলিকমিউনিকেশন কোম্পানি আর দেবে না আনলিমিটেড কলের সুবিধা। রিচার্জ করা থাকলেও সময় পেরিয়ে গেলে গ্রাহককে অতিরিক্ত টাকা দিতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বি এস এন এল। এই কোম্পানি অনেকদিন থেকেই লোকসানে চলছে। কোম্পানি লোকসানে চলার কারণেই এই সিদ্ধান্তটি নিয়েছে বলে মনে করা হচ্ছে। এবার থেকে আনলিমিটেড প্যাক মারা থাকলেও সারাদিনে সর্বাধিক ২৫০ মিনিট অবধি কল লিমিট করে দেওয়া হয়েছে। আগের মতই রাত ১২ টা পর্যন্ত কার্যকর হবে এই নিয়ম। ২৪ ঘণ্টার মধ্যে ২৫০ মিনিটের বেশি কথা বললেই অতিরিক্ত চার্জ দিতে হবে গ্রাহককে।
Related Articles
Post Office Scheme: বাড়ি বসে বিনিয়োগের টাকা ৩ গুন হবে, ব্যাপক লাভজনক স্কিম আনলো পোস্ট অফিস, জানুন বিস্তারিত
December 13, 2024
Ration Card Download: ঘরে বসে মোবাইলে ৫ মিনিটে ডাউনলোড করুন রেশন কার্ড, রইলো স্টেপ বাই স্টেপ গাইড
December 13, 2024