সুরজিৎ দাস : রাজনৈতিক মহলের বরাবরের স্পর্শকাতর ইস্যু হলো কাশ্মীর। ভূস্বর্গ কে নিয়ে দীর্ঘ দিনের টানাটানি ভারত ও পাকিস্তানের এর মাঝেই ৩৭০ নং ধারা কে বিলোপ করছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। দেশের রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষেই বিল পাশ হয়ে গেছে কিন্তু এই ভাঙ্গনের প্রভাব পরবে না ক্রীড়াক্ষেত্রে। বহু বছর ধরেই কাশ্মীর এর ক্রিকেট দল দেশের বিভিন্ন টুর্নামেন্ট সহ রঞ্জীতে অংশগ্রহণ করছে সেখানে নব গঠিত দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখের ক্রিকেটার রা কাশ্মীর ক্রিকেট বোর্ডের হয়ে মাঠে নামে।
কিন্তু দুই রাজ্য ভাগ হয়ে যাওয়ার দরুন লাদাখের খেলোয়াড় রা কি আদৌ সুযোগ পাবে কাশ্মীর দলে নাকি আলাদা বোর্ড গঠন করবে লাদাখ। সূত্রের খবর কাশ্মীর ক্রিকেট বোর্ডের এর কর্তা বিনোদ রাই বললেন এদিন বলে দিলেন আপাতত বর্তমান দলে লাদাখ থেকে কেউ খেলে না কিন্তু যদি কেউ খেলে তবে নিশ্চয় তাকে কাশ্মীর দলে যায়গা হবে। লাদাখের পৃথক বোর্ড গঠন করার কোনো চিন্তাভাবনা নেই বর্তমানে এবিষয় স্পষ্ট করেন তিনি।