ইভেন্ট

আপনি কি জানেন? রাখিবন্ধন উৎসবের সূচনা হয়েছিল মুঘল সম্রাট হুমায়ূনের আমলে, জানুন অজানা ঘটনা!

Advertisement

রাখিবন্ধন ভারতের একটি উৎসব। কিন্তু এই উৎসব নিয়ে বাঙালিদের মধ্যে একটি আবেগ রয়েছে। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন ও শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক।

কিন্তু এই উৎসবের জন্ম শুরু হয়েছে সেই মুঘল আমলে। ১৫৩৫ খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে চিতোরের বিধবা রানী কর্নবতী অসহায় বোধ করে মুঘল সম্রাট হুমায়ূনকে একটি রাখি পাঠিয়ে সাহায্য চেয়েছিলেন। হুমায়ূন কর্নবতীর আহ্বানে সাড়া দিয়ে তাকে সাহায্য করার জন্য সেনা প্রেরণ করেছিলেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। যতক্ষণে হুমায়ূনের সৈন্য পৌঁছায় ততক্ষনে বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিলেন। এরপর ৮ ই মার্চ রানী আত্মঘাতী হন।

চিতোরে পৌঁছে হুমায়ূন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংকে সিংহাসনে বসান। কোনো কোনো ঐতিহাসিক রাখী পাঠানোর গল্পটির সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন। তবে মধ্য-সপ্তদশ শতকের রাজস্থানী লোকগাথায় এর উল্লেখ পাওয়া যায়।

Related Articles

Back to top button