সুরজিৎ দাস : ঘরের মাঠে এদিন ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি কে কার্যত উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করে দিলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এদিন ম্যান ইউয়ের প্রথম ম্যাচ উপলক্ষে কানায় কানায় পূর্ণ ছিলো ওল্ড ট্রাফোর্ড। প্রথমার্ধ থেকেই টানটান ম্যাচ চললেও হাফ টাইমের আগেই ভিএআর পদ্ধতির সুবিধা পেয়ে পেনাল্টি পায় ম্যাঞ্চেস্টার গোল করতে ভুল করেন নি মার্কোস রাশফোর্ড। দ্বিতীয়ার্ধ এর ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান আন্তনি মার্শাল এর মিনিট খানেক পরেই ৩-০ করে দেন সেই রাশফোর্ড। এরপরে ৮১ মিনিটের মথায় গোল করেন জেমস এবং ব্যবধান পৌঁছায় ৪-০ তে। এদিনের জয়ের অন্যতম নায়ক কিন্তু পল পোগবা এদিন দুটি গোল করান এই মিডফিল্ডার। লিগের শুরুতেই বড়ো প্রতিপক্ষের মুখোমুখি হতে হলেও বড়ো ব্যবধানে সেই ম্যাচ জিতে লিগের অন্যতম দাবীদার যে তারা সেটা প্রমাণ করে দিলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।