কলকাতানিউজপলিটিক্স

আগে সাধারণ মানুষ, তারপর আমি: মমতা বন্দ্যোপাধ্যায়!

Advertisement

নিজস্ব সংবাদদাতা: বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণের কথা আমরা আগেই জেনেছি। কখনও তিনি ছবি এঁকেছেন, কখনও কবিতা লিখেছেন, কখনও গেয়েছেন গান। নিতান্তই সাধারণ ভাবে বেঁচে থাকতে ভালোবাসেন তিনি। সাধারণ মানুষের একজন হয়েই থাকতে চান। তাই সাধারণ মানুষের অসুবিধা দেখে তিনি নিজে নেমে পড়লেন রাস্তায়। ট্রাফিক সামলে মানুষকে পথ করে দিলেন নিজে দাঁড়িয়ে থেকে।

দক্ষিণ ভারত সফর সেরে বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেলে বিমানবন্দর থেকে ফিরছিলেন তিনি। আসার পথে যানজটে আটকে পড়ে ওনার কনভয়। ভিআইপি রোডে এমন যানজটেও বিরক্ত হননি তিনি। বরং নিজেই গাড়ি থেকে নেমে এসে যানজট সরাতে উদ্যোগী হন। নিজের কনভয়কে পাশে দাঁড় করিয়ে যানজট কাটাতে রাস্তায় নামেন মূখ্যমন্ত্রী। নিজে দাঁড়িয়ে থেকে যানজট মুক্ত করেন ভিআইপি রোড।

শুধু তাই নয়, হতচকিত ট্রাফিক পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আগে সাধারণ মানুষ, তারপর আমি। আমার কনভয়ের জন্য অন্যান্য গাড়িকে ট্রাফিক রোড় থেকে সরানোর কোন প্রয়োজন নেই।’ মূখ্যমন্ত্রীর এমন ভূমিকায় অবশ্য রাজনৈতিক উদ্দেশ্যই দেখছে বিরোধী শিবির।

Related Articles

Back to top button