ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন নিয়ম, ব্যাঙ্কে জমা দিতে হবে আপনার বিশেষ নথিপত্র, শেষ সময় ৩১ শে মার্চ

Advertisement
Advertisement

স্টেট ব্যাংকের তরফে একটি এসএমএস এসেছে সকল গ্রাহকদের কাছে। আর তাতেই সোমবার ভোগান্তির শিকার হলো হাওড়ার বালি অঞ্চলের একটি শাখার প্রায় হাজার দুয়েক গ্রাহক। জানা যাচ্ছে, ব্যাংকের গ্রাহকদের একটি এসএমএস পাঠানো হয় ব্যাংকের তরফে। সেখানে বলা হয় প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড ও ছবি নিয়ে সোমবারই ব্যাংকে আসতে হবে।

Advertisement
Advertisement

সেইমতো ওই শাখার গ্রাহকরা সোমবার সকাল থেকেই ভিড় জমান ব্যাংকের সামনে। ব্যাংক খোলার আগেই ভিড় জমান তাঁরা। ফলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সপ্তাহের প্রথম দিনেই এমন অবস্থায় নাজেহাল অবস্থা হয় অনেকের। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এই ভাবেই অধিকাংশ মানুষ ভিড় জমান ব্যাংকে।

Advertisement

আরও পড়ুন : যুদ্ধের আশঙ্কায় বাণিজ্যে ঘাটতি, নিম্নমুখী অর্থনীতি

Advertisement
Advertisement

কিন্তু নিৰ্দিষ্ট সময়ে ব্যাংক খুলে কর্মচারীরা পরিস্থিতি দেখে এদিনের মতো সকলকে ফিরে যেতে বলেন। ব্যাংকের তরফে জানানো হয়েছে, এসএমএস সত্যিই স্টেট ব্যাংকের তরফে পাঠানো হয়েছিল। কিন্তু এইসব নথি এতো তাড়াতাড়ি জমা দেওয়ার কোনো দরকার নেই। ৩১ মার্চ পর্যন্ত সময় আছে সব নথি জমা দেওয়ার।

ব্যাংকের তরফে আরও জানানো হয়, স্টেট ব্যাংকে যাদের ১০ বছরের পুরানো অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট গুলি অ্যানালগ থেকে ডিজিটাল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের সব জায়গাতেই এরকম এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানানো হবে তা জানিয়েছে ব্যাংক। তবে সপ্তাহের প্ৰথম দিনে এরকম ঘটনায় মানুষের বিভ্রান্তি যে বেড়েছে তা বলাই বাহুল্য।

Advertisement

Related Articles

Back to top button