টেক বার্তা

এই স্কুটারের দামে আপনি ২টি নতুন রয়্যাল এনফিল্ড বাইক কিনতে পারবেন, জেনে নিন এতে কী রয়েছে

কিওয়ে কোম্পানি ইতিমধ্যেই এই দুটো ইলেকট্রিক স্কুটার এর ব্যাপারে ঘোষণা করে দিয়েছে

Advertisement
Advertisement

দু চাকার যান নির্মাণকারী হাঙ্গেরির কম্পানি কিওয়ে ইতিমধ্যেই ভারতীয় বাজারে বেশ ভালো একটা জনপ্রিয়তা তৈরি করে ফেলেছে। তাদের কে-লাইট ২৫০ ভি ক্রুজার মোটরসাইকেল ইতিমধ্যেই ভারতীয় মার্কেটে লঞ্চ করে গিয়েছে। তবে এবারে ভারতীয় মার্কেটের জন্য দুটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে এই কোম্পানিটি। এই দুটি ইলেকট্রিক স্কুটার এর নাম কিওয়ে সিক্সটিজ ৩০০আই এবং ভিয়েসতে ৩০০। এই কোম্পানি দুটি ইলেকট্রিক স্কুটার এর ব্যাপারে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। তার পাশাপাশি জানানো হয়েছে এই দুটি ইলেকট্রিক স্কুটার এর প্রথম কিছু স্পেসিফিকেশন।

Advertisement
Advertisement

জানা যাচ্ছে এই স্কুটারে আপনি পেয়ে যাবেন ৩০০ সিসি পর্যন্ত ইঞ্জিন এবং এই দুটির এক্স শোরুম দাম মোটামুটি ২.৯৯ দু লক্ষ টাকার কাছাকাছি। আপনাদের জানিয়ে রাখি, এই স্কুটার কোম্পানির এই দুটি দাম একেবারেই ইন্ট্রোডাক্টরি এবং পরবর্তীতে এই দাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে কোম্পানি। খুব শীঘ্রই এই দুটি ইলেকট্রিক স্কুটার এর দাম বাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে কম্পানি সূত্রে। এই দুটি ইলেকট্রিক স্কুটার আপনি পেয়ে যাবেন ২৭৮.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিন আপনাকে ৬,৫০০ আরপিএম গতিতে ১৮.৭ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। তার পাশাপাশি ৬,০০০ আরপিএম গতিতে ২২ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। আপনাদের জানিয়ে রাখি ভিয়েস্টে একটি ম্যাক্সি স্কুটার হতে চলেছে। অন্যদিকে সিক্সটিজ হবে একেবারেই রেট্রো স্টাইল স্কুটার।

Advertisement

লুক ও ফিলের দিক থেকে দুটোই একেবারে দুর্ধর্ষ। কোম্পানির তরফ থেকে এই দুটি ইলেকট্রিক স্কুটার এর দাম পরিবর্তন করা হতে পারে খুব শীঘ্রই। যেহেতু এই দুটি ইলেকট্রিক স্কুটার দুর্দান্ত ফিচার নিয়ে মার্কেটে আসছে, তাই এই ইলেকট্রিক স্কুটার এর জন্য সকলের মধ্যে একটা আলাদা উন্মাদনা রয়েছে। এই দুটি ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাবেন লাইট ব্লু, ম্যাট গ্রে, ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক রং এর বিকল্প। দু বছরের ওয়ারেন্টি থাকছে এই ইলেকট্রিক স্কুটার এর উপর। ভারতের সমস্ত বেনেলি ডিলারশিপ এর কাছ থেকে এই ইলেকট্রিক স্কুটার কেনা যেতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button