ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Old Coin Sell: পুরোনো নোট বা কয়েন থাকলে মিনিটে ধনী হয়ে যেতে পারেন, এভাবে বিক্রি করুন

বিরল মুদ্রা ও নোট তাদের অনন্যতা ও ঐতিহাসিক গুরুত্বের জন্য সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান

Advertisement
Advertisement

বিশ্ববাজারে পুরনো নোট বা কয়েন অনেক চড়া দামে বিক্রি হয়। আপনি ঘরে বসেই হয়ে যেতে পারেন লাখপতি বা কোটিপতি। আপনার অজান্তেই হয়তো আপনার কাছে টাকা বা কয়েন রয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। এমনিতেও করোনার পর থেকে অনেকেই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছেন। তাদের জন্য এই পুরনো নোট বিক্রি করা এক সুবর্ণ সুযোগ। আপনার বাড়িতে যদি ব্রিটিশ আমলের পুরনো নোট থেকে থাকে, তাহলে কোনদিন তা ফেলে দেওয়ার চিন্তাও করবেন না। পুরনো ওই সমস্ত নোট একঝলকে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে।

Advertisement
Advertisement

বিরল মুদ্রা ও নোট তাদের অনন্যতা ও ঐতিহাসিক গুরুত্বের জন্য সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান। বাজারে এদের দাম অনেক বেশি, কখনও কখনও মুখমূল্যের চেয়ে হাজার গুণ বেশি। ব্রিটিশ মুদ্রার কিছু সংস্করণ অপ্রত্যাশিতভাবে উচ্চ দামে বিক্রি হচ্ছে আজকাল। যেমন ১০ পাউন্ডের নোট AH17 75 সিরিয়াল নম্বরযুক্ত এই প্লাস্টিকের নোটটির বাজারমূল্য ৩.৫ লক্ষ টাকারও বেশি। এছাড়া ২০ পেন্সের কয়েন যা ১৯১৩ সালে প্রকাশিত হয়েছিল, এখন এই কয়েনটির বাজারমূল্য ৭৫ হাজার টাকা। আবার ৫০ পেন্সের কয়েন যা ২০০৯ সালে প্রকাশিত, এর বাজারমূল্য ৫৫ হাজার টাকা। এছাড়াও লেখিকা জেন অস্টেনের সাথে সম্পর্কিত ও লন্ডন অলিম্পিকের স্মরণে তৈরি পাউন্ড ও কয়েন অনেক চড়া দামে বিক্রি করা হয়। যেমন ৫০ পেন্সের একটি মুদ্রা ২০১২ লন্ডন অলিম্পিকের ঠিক এক বছর আগে চালু হয়েছিল; আজও আপনি অনলাইনে এই মুদ্রা কিনতে পারবেন। এই মুদ্রায় দুটি ক্রীড়াবিদকে ভরা স্টেডিয়ামে লড়াই করতে দেখা যাচ্ছে। এর দাম প্রায় ১১০০ টাকা।

Advertisement

বিরল মুদ্রা ও নোট সংগ্রহ একটি আকর্ষণীয় শখ হতে পারে। তবে এতে বিনিয়োগের আগে ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। ChangerChecker.com এমন বিরল ও মহামূল্যবান নোট বা কয়েনের খোঁজ দিতে পারবে আপনাকে। আপনি Indiamart.com, CoinBazzar, ebay বা OLX এর মত ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলে আপনি এই সমস্ত পূরণ করেন বিক্রি করতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button