নিউজদেশ

আগে জানালে দ্রৌপদীর মতোই সংখ্যালঘু প্রার্থী দেওয়া যেত, মমতার পাশে দাঁড়ালেন যশোবন্ত

এর আগে মমতা নিজেই একটি সভায় দাড়িয়ে দ্রৌপদীর নাম ঘোষণায় দেরি করা নিয়ে বিজেপিকে কড়া কথা শুনিয়েছিলেন

Advertisement
Advertisement

বিজেপি ও এনডিএ যদি তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম আগে ঘোষণা করতো তাহলে হয়তো আরেকটু ভেবে প্রার্থী ঘোষণা করা যেত। এরকমটাই মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সেই মন্তব্যকে সমর্থন করলেন বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা। কার্যত এই সমর্থনের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন তিনি মমতার পাশেই আছেন এবং তিনি এই মন্তব্যে কোনোভাবেই ক্ষুণ্ণ হননি।

Advertisement
Advertisement

সিনহা বলেছেন, যদি বিজেপি জোট তাদের প্রার্থীর নাম আগেই ঘোষণা করে দিত তাহলে হয়তো এবারে বিরোধীদের পক্ষ থেকেও তপশিলি জাতি ও উপজাতির কেউ একটা প্রার্থী হতেন। তিনি আরো বলছেন, “আমি অতীতেও বলেছি, রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন হওয়া উচিত নয়। সর্বসম্মত ভাবে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বেছে নেওয়া উচিত। সুতরাং, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কিছু বলেননি। দেশে সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য এই যে নির্বাচন হচ্ছে, তার দায় সম্পূর্ণ শাসকদলের।

Advertisement

তবে, রাষ্ট্রপতি নির্বাচনের নিরিখে খুব একটা ভালো জায়গায় নেই যশোবন্ত সিনহা। দ্রৌপদী অনেকটাই এগিয়ে আছেন। এই জায়গায় দাঁড়িয়েই ইসকনের রথের উদ্বোধনের দিন মমতা বলেছেন, “আগে দ্রৌপদীর নামই বলেনি। আগে থেকে যদি বিজেপি জানাত যে একজন আদিবাসী মহিলাকে তারা প্রার্থী করছে তা হলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে আমরা ১৭টা দল মিলে একটা সিদ্ধান্ত নিতে পারতাম। ঐকমত্যের ভিত্তিতে হতেই পারত। কিন্তু বিজেপি শুধু আমাদের সাজেশনটা জানতে চেয়েছিল, ওদের সাজেশনটা জানায়নি।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button