টেক বার্তা

নতুন লুকে বাজারে আসছে ৯০ দশকের ঐতিহ্যবাহী বাইক YAMAHA RX100, টেক্কা দেবে বাজাজ এবং হিরোকে

ভারতের বাজারে এই মুহূর্তে সব থেকে আইকনিক বাইকগুলোর মধ্যে একটি হল ইয়ামাহা কোম্পানির RX100

×
Advertisement

নতুন লুকে বাজারে আলোড়ন সৃষ্টি করতে আসছে নতুন Yamaha RX100। ৯০ এর দশকের এই বাইকটি একটা সময় ছিল প্রত্যেকটি ভারতীয় প্রথম পছন্দ। ১০০ সিসির এই বাইক একটা সময়ে ভারতের সবথেকে জনপ্রিয় বাইক গুলির মধ্যে একটি ছিল। ১৯৯৬ সালে এই বাইকের শেষ প্রোডাকশন হলেও এখনও পর্যন্ত এই বাইকটি সকলের মনে জীবিত রয়েছে। ইয়ামাহা কোম্পানির এই বাইকটি বলতে গেলে একটি লেজেন্ডারি বাইক। ১৯৮৫ সালে এই বাইকের তৈরি শুরু হয় এবং ১৯৯৬ সালে এই বাইকের প্রোডাকশন বন্ধ হয়ে যায়। তারপরে যদিও নতুন করে আর এই বাইক
তৈরি করা হয়নি।

Advertisements
Advertisement

কিন্তু জানা যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যেই আবারো নতুন রূপে ফেরত আসতে পারে ইয়ামাহা কোম্পানির এই ঐতিহ্যবাহী বাইক। পেট্রল ইঞ্জিনের পরিবর্তে এই নতুন মডেল এ পাওয়া যাবে ইলেকট্রিক ইঞ্জিন। সম্পূর্ণ নতুনভাবে ভারতে ব্যাক করবে ইয়ামাহা কোম্পানির RX100। আগামী ২০২৫ কিংবা ২০২৬ সালে কোম্পানিটি এই বাইক লঞ্চ করতে পারে বলে জানা যাচ্ছে। ১৯৭৩ সাল থেকে জাপানের এই অন্যতম বাইক নির্মাতা কোম্পানি ইয়ামাহা ভারতের বাজারে বাইক তৈরি করে আসছে। আর ৯০ দশকে লঞ্চ করা RX100 ছিল সেইসময়ের সব থেকে আইকনিক বাইক। যদিও এই বাইকটি যে ইঞ্জিনে তৈরি হয়েছিল, তা আজকের দিনে ভারতে আর চালানো যাবে না। সেই কারণেই কোম্পানি এবার নতুন রুপে নিয়ে আসতে চলেছে তাদের আইকনিক বাইকটিকে। তবে কবে এই নতুন বাইক আসবে, এখনো পর্যন্ত কোম্পানির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা করা হয়নি।

Advertisements

তবে এই নতুন বাইক যদি আবারও বাজারে আসে তাহলে হয়তো বাজাজ এবং হিরোর মত কোম্পানিগুলি সমস্যায় পড়তে পারে। যেহেতু এই বাইকটি এমনিতেই একটি ঐতিহ্যবাহী বাইক, তাই এমনিতেই এই বাইকের একটা আলাদা রকমের জনপ্রিয়তা রয়েছে ভারতে। তার উপর যদি ইলেকট্রিক ভার্সনে এই বাইক লঞ্চ করা হয়, তাহলে কিন্তু পাওয়া যাবে আরো নতুন কিছু ফিচার এবং তার সঙ্গেই ইয়ামাহা ব্যবহার করবে এই বাইকের সেই পুরনো জনপ্রিয়তাকে। ফলে, যে কোম্পানিগুলি আগামী ভবিষ্যতে ইলেকট্রিক মার্কেটে আগমন করার চেষ্টা করছে তাদের যে সমস্যা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button