দেশনিউজ

১৭০ বিধায়কের সমর্থন নিয়ে মহারাষ্ট্রে সরকার গড়বে শিবসেনা, দাবি সঞ্জয় রাউতের

Advertisement
Advertisement
মহারাষ্ট্রে সরকার গড়ার ক্ষেত্রে জটিলতা বেড়েই চলেছে। এনডিএ জোটের বড় শরিক বিজেপি জোট শরিক শিবসেনার দেওয়া শর্ত কোনমতেই মেনে নিতে রাজি নয়। অন্যদিকে নিজেদের শর্ত না মানলে এনডিএ সরকারে যোগ দিতে নারাজ শিবসেনা। এতদিন কৌশলে জল মাপলেও এখন প্রকাশ্যে বেরিয়ে পড়েছে জোট শরিকদের বিবাদ। শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘সরকার গড়বে শিবসেনায়।’ তিনি আরও বলেন যে, ‘একমাত্র মুখ্যমন্ত্রীত্বের পরিবর্তেই সরকারে সামিল হবে শিবসেনা। এর বাইরে কোন আলোচনায় আর হবে না বিজেপির সাথে।’একই সাথে বিজেপির চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাঁর দাবি, ‘বিজেপি যদি মুখ্যমন্ত্রীর পদ শিবসেনাকে না ছাড়ে, তাহলে ১৭০ জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়বো আমরাই।’ বিজেপি ছাড়াই সরকার গড়ার এই খবর তিনি মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান। কর্ণাটকে বিধায়ক কেনাবেচা করে সরকার গড়ার কৌশল মহারাষ্ট্রে কাজ করবে না জানিয়ে তিনি এদিন বলেন, ‘মহারাষ্ট্রের মানুষ শিবসেনার পাশে রয়েছেন।’
Advertisement

Related Articles

Back to top button