দেশনিউজ

বাড়ি বাড়ি পিজ্জা ডেলিভারি করা গেলে বাড়ি বাড়ি রেশন নয় কেন? কেন্দ্রকে প্রশ্ন কেজরির

দিল্লি সরকারের দুয়ারে রেশন প্রকল্প স্থগিত করে দেওয়া প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে নতুন দাবি নিয়ে মাঠে নামলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি বললেন যদি দিল্লিতে পিজ্জা বাড়িতে বাড়িতে গিয়ে ডেলিভার করা সম্ভব হয় তাহলে রেশন কেন নয়? এছাড়াও তিনি অভিযোগ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ওনার সরকারের দুয়ারের রেশন প্রকল্প বাতিল করেছে কোন সঠিক কারণ না দেখিয়ে। এই কারণে আজকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

তিনি বললেন, দিল্লির কেন্দ্রীয় সরকার দিল্লির রেশন মাফিয়াদের প্রশ্রয় দেয়ার জন্য কেন্দ্র এই পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে কেজরিওয়াল বললেন, “দরিদ্র এবং বিরোধীদের প্রকল্প কেন্দ্রের কাছে গ্রাহ্য না।” এছাড়াও অভিযোগের সুরে অরবিন্দ কেজরিওয়াল বলেন, “কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত পুরোপুরি প্রমাণ করে দেয় এদেশের রেশন মাফিয়াদের ক্ষমতা ঠিক কতটা রয়েছে। একটি প্রকল্প সূচনার ৭ দিনের মধ্যেই তারা সেই প্রকল্প বন্ধ করে দিতে সক্ষম হন।”

Advertisement

তবে, অরবিন্দ কেজরিওয়ালের এই সমস্ত মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালি। তিনি বলেছেন দুয়ারে রেশন প্রকল্পের প্রস্তাব কোনভাবেই বাতিল করা হয়নি বরং সেটা পুনর্বিবেচনার জন্য গিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। পুনর্বিবেচনার কারণ হিসেবে লেফটেন্যান্ট গভর্নর কিছু যুক্তি সামনে এনেছেন।

Advertisement
Advertisement

তিনি বলেছেন, এই প্রকল্প যদি বাস্তবায়ন করতে হয় তাহলে খাদ্য বিতরণ এর পদ্ধতি পরিবর্তন করতে হবে। তার পাশাপাশি বলেছেন, এই প্রকল্প কার্যকর হলে রেশন গ্রাহকদের কেন্দ্র নির্ধারিত দামের থেকে বেশি দামে সামগ্রী কিনতে হতে পারে। তাই এর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন অত্যন্ত প্রয়োজন। ইতিমধ্যে দিল্লি সরকারের প্রকল্পকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে রেশন ডিলার সংগঠন একটি আবেদন জানিয়েছে। ২০ আগস্ট এই মামলার শুনানি হওয়ার কথা।

Advertisement

Related Articles

Back to top button