Today Trending Newsনিউজরাজ্য

লকডাউনে কারা কারা এবং কোন বিষয়ে ছাড় পাবেন? নতুন বিজ্ঞপ্তি দিল রাজ্য

Advertisement
Advertisement

সম্পূর্ণ নিরাপত্তা বিধি নিষেধের থেকে কোন কোন পরিষেবা ছাড় পাচ্ছে এবং অত্যাবশকীয় সেই সব পণ্য ও পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা কী ভাবে যাতায়াত করতে পারবেন, সেই বিষয়ে সরকার বৃহস্পতিবার পুনরায় নতুন অখণ্ড বিজ্ঞপ্তি জারি করেছে। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ বা এসডিও দেওয়া অনুমতি পত্র মান্যতা পাবে রাজ্যের সর্বত্র। সেই বিজ্ঞপ্তিতে আরও কি বলা আছে দেখে নিন একনজরে –

Advertisement
Advertisement

যেসব পরিষেবার ক্ষেত্রে পরিচয় পত্র দেখালে অবাধে ছাড় মিলবে যাতায়াতের সেগুলি হল – আইন-শৃঙ্খলা আদালত এবং সংশোধনাগার ব্যবস্থায় মিলবে ছাড়, পুলিশ সশস্ত্র বাহিনী আধাসামরিক বাহিনী এবং বেসরকারি নিরাপত্তা পরিষেবা, বিদ্যুৎ জল এবং জঞ্জাল অপসারণ পরিষেবা, দমকল অসামরিক প্রতিরক্ষা এবং জরুরী পরিষেবা, টেলিকম ডাকব্যবস্থা ইন্টারনেট তথ্যপ্রযুক্তি আই টি এস, ব্যাংক-বীমা এটিএম, স্বাস্থ্যপরিসেবা এবং পশু চিকিৎসা পরিষেবা, মুদিখানা সবজি-ফল, মাছ-মাংস, পাউরুটি, দুধ, ডিম পোল্ট্রির খাবার মজুদ ও তার পরিবহন ব্যবস্থা, এছাড়াও মুদিখানা সামগ্রী খাবার ওষুধ চিকিৎসা সরঞ্জাম এর হোম ডেলিভারি ও ই কমার্স পরিষেবা, ওষুধের দোকান চশমার দোকান ওষুধ উৎপাদন ও তার পরিবহন, জরুরী পণ্যের উৎপাদন সঙ্গে যুক্ত থাকা কারখানা এবং সরবরাহ শৃংখল তার সাথে উৎপাদনমূলক শিল্পকারখানা, খবরের কাগজ, বৈদ্যুতিন সংবাদমাধ্যম, কেবল অপারেটর, খনিজ তেল প্রাকৃতিক গ্যাস, এলপিজি পিএনজি মজুদ ও পরিবহন ব্যবস্থা, হিমঘর গুদামজাতকরন পরিষেবা।

Advertisement

খাদ্য সামগ্রী ওষুধ চিকিৎসা সামগ্রী সরঞ্জাম প্যাকেটজাত করার জন্য ব্যবহৃত সামগ্রী যেসব কারখানায় উৎপন্ন হয়, হাসপাতাল বা নার্সিংহোম এর রোগী ও তাদের পরিবারের যাতায়াত, কৃষি কাজের সঙ্গে যুক্ত মানুষ, প্রতিষ্ঠান কোয়রান্টিনের জন্য ব্যবহৃত, সড়কপথ, আকাশপথ, বন্দর এবং রেলওয়ে সাইডিং এর মাধ্যমে অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রীর পরিবহন, লকডাউন এর কারনে আটকে পড়া লোকজন যে সমস্ত হোটেল, হোমস্টে, লজ প্রভৃতিতে আশ্রয় নিয়েছেন এবং স্বাস্থ্যকর্মী, জরুরী পরিষেবা কর্মীরা বিমান এবং জাহাজ কর্মীরা, প্রভৃতি ক্ষেত্রে পরিচয় পত্র দেখালে ছাড় মিলবে অবাধে যাতায়াতের।

Advertisement
Advertisement

যেসব ক্ষেত্রে অনুমতিপত্রের প্রয়োজন ছাড়াই যাতায়াত করা যাবে সেগুলো হল কৃষিকাজ পশুপালন এবং মৎস্য চাষের সঙ্গে যুক্ত ব্যক্তি, অত্যাবশ্যকীয় পণ্য, ওষুধ প্রভৃতি ক্ষেত্রে দোকানে যাওয়া, তবে এক্ষেত্রে দুজনের বেশি ব্যক্তি একসাথে যেতে পারবে না, সংবাদপত্র বিলি করেন যে সমস্ত ব্যক্তি। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ বা এসডিও দ্বারা অনুমোদিত অনুমতি পত্র দেখিয়ে খাবারের হোম ডেলিভেরি, সুপার স্টোর্স, হাইপার মার্ট, সুফল বাংলা,ই কমার্স প্ল্যাটফর্ম প্রভৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের যাতায়াতে কোন নিষেধাজ্ঞা নেই।

Advertisement

Related Articles

Back to top button