ক্রিকেটখেলা

কে হলেন পাকিস্তানের নতুন কোচ?

Advertisement
Advertisement

গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই এবার সেটিই সত্যি হলো। পাকিস্তানের নতুন কোচ হিসেবে নিয়োগ হচ্ছেন প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক। মিসবাহকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন বছরের জন্য। কোচের পাশাপাশি তিনি প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করবেন। এ ছাড়া বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস। তার সঙ্গেও পিসিবির চুক্তি তিন বছরের। পাকিস্তানের সবচেয়ে সফলতম টেস্ট অধিনায়ক মিসবাহ নতুন দায়িত্ব পেয়ে আবারো পাকিস্তান দলে ওয়াকারের সঙ্গে একত্রে মিলিত হলেন।

Advertisement
Advertisement

বিশ্বকাপ ব্যর্থতায় কোচ মিকি আর্থার আর তার সহকারীদের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের পর থেকেই প্রধান কোচ খুঁজছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিসবাহকে তারা প্রস্তাবও দিয়েছিল কিন্তু মিসবাহ শুরুতে কোচ পদে আনুষ্ঠানিক আবেদন করতে দেরি করছিলেন। শেষ মুহূর্তে গিয়ে আবেদন করেন তিনি এরপর দেন সাক্ষাৎকার। যেখানে মহসিন খান, ডিন জোনসদের পেছনে ফেলে প্রধান কোচের দায়িত্ব পেলেন ৪৫ বছর বয়সী মিসবাহ। একই সঙ্গে কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ায় তাকেই এখন পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button