খেলাক্রিকেট

Team India: আর কবে কাপ জিতবে ভারত? ICC ট্রপির খরা নিয়ে রোহিতদের এক হাতে নিলেন হরভজন সিং

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে বসে ভারতীয় দল। ২০১৯ একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বাড়ি টিম ইন্ডিয়া।

×
Advertisement

ভারত শেষবার কবে আইসিসি ট্রফি জিতেছে তা হয়তো অনেকেরই মনে নেই। আর মনে থাকলেও সেটি ভুলতে বসেছে অTeam India: কবে কাপ জিতবে ভারত? ICC ট্রপির খরা নিয়ে রোহিতদের এক হাতে নিলেন হরভজন সিংনেক ক্রিকেটপ্রেমীরাই। এই নিবন্ধে আমরা আপনাকে জানিয়ে রাখি, ভারত শেষবারের মতো আইসিসি ট্রফি জিতেছিল ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। এরপর অতিক্রম হয়েছে এক দশকে আরও বেশি সময়, তবুও চূড়ান্ত সাফল্য থেকে সর্বদা পিছিয়ে থেকেছে টিম ইন্ডিয়া।

Advertisements
Advertisement

২০১৩ সালের পর প্রতিটি আইসিসি টুর্নামেন্টে ভারতীয় দল এনে দিয়েছে ব্যর্থতা। ২০১৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে যায়। এরপর ২০১৫ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে টিম ইন্ডিয়া। ২০১৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কাপ জয়ের লড়াই থেকে ছিটকে যায় ভারত।

Advertisements

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে বসে ভারতীয় দল। ২০১৯ একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বাড়ি টিম ইন্ডিয়া। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চূড়ান্ত হতাশ করে গ্রুপ লিগ থেকেই ছিটকে যায়। এরপর অধিনায়কত্ব হাত বদল হলেও ভারতের ধারাবাহিকতার পরিবর্তন রয়েছে অপরিবর্তিত। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হারে।

Advertisements
Advertisement

এত পরাজয়ের পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও রীতিমত উৎকন্ঠা প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে। তিনি এদিন বলেন, ‘প্রতিবছর আমরা দলে একাধিক পরিবর্তন দেখেছি তবুও ম্যাচের ফলাফল থেকেছে অপরিবর্তিত। যখন এক দশকের বেশি সময় ধরে আইসিসি ট্রফি স্পর্শ করতে পারেনি ভারত তখন বিশ্বের সেরা দল হয়ে লাভ কি?’

Related Articles

Back to top button