বলিউডবিনোদন

টিভি জগতের হট অভিনেত্রী পূজা ব্যানার্জি সেক্সি শাড়িতে দেশি ভাবীর অবতার দেখালেন, ভক্তরাও পাগল (VIDEO)

×
Advertisement

পুজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগৎ’এর পরিচিত মুখ। ২০২১’এই নিজের স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগৎ’এর অনেকেই। সেইসমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ছেলে কৃশিভকে নিয়েই নিজেদের সামাজিক বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি।

Advertisements
Advertisement

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পুজা ব্যানার্জী ভালোই সক্রিয়, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়। তিনি প্রায়ই নিজের নানা ফটোশুটের ছবি ও পরিবারের সাথে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। নিজের বানানো রিল ভিডিও’ও শেয়ার করে নেন সোশ্যাল মাধ্যমে। এছাড়াও ছেলের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক অভিনেত্রী নিজেই তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া পাতায়। কুনাল ও পুজা দুজনেই ব্যস্ততার ফাঁকে বেশিরভাগ সময়টাই তাদের ছেলে কৃশিভের সাথে কাটাতে পছন্দ করেন।

Advertisements

Advertisements
Advertisement

সদ্য বড়পর্দায় মুক্তি পেয়েছে রাজ মেহেতা পরিচালিত অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’। ইতিমধ্যেই বক্সঅফিসে ভালো সাড়া ফেলেছে এই ছবি। দর্শকদের কাছ থেকে মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়াও। উল্লেখ্য এই ছবির প্রতিটি গানও মনে ধরেছে সাধারনের। আর গানগুলির মধ্যে অন্যতম হিট ‘কুড়িয়ে নি তেরি’। এবার সেই গানের তালেই রিল বানিয়ে সকলের নজর কাড়লেন পূজা ব্যানার্জী। এদিন খোলা চুলে, নুড গ্লসি মেকাপে পরেছিলেন নীল ট্রান্সপারেন্ট ডিজাইনার শাড়ি। খুব সম্ভবত কোন পার্টিতেই এই লুকে হাজির ছিলেন তিনি। বলাই বাহুল্য, অভিনেত্রীর এই সাম্প্রতিক শাড়ি লুক আপাতত ঘুম ছুটিয়েছে তার ভক্তদের একাংশের। তাপমাত্রা বাড়িয়েছে সোশ্যাল দুনিয়ারও।

Related Articles

Back to top button