টেক বার্তা

চালু হয়ে গেল WhatsApp Pay, ভারতেও কি মিলবে এই সুবিধা? জানুন

Advertisement
Advertisement

ইতিমধ্যেই দেশজুড়ে অনলাইন টাকা লেনদেনের বিভিন্ন অ্যাপ খুবই জনপ্রিয় হয়েছে। গুগলপে, ফোনপের সাথে সাথে জানা গিয়েছিল WhatsApp pay চালু হওয়ার কথা। সেই পদক্ষেপকে বাস্তবায়িত করে এবার লঞ্চ হয়ে গেল WhatsApp Pay ডিজিটাল পেমেন্ট পরিষেবা। যদিও পরিষেবাটি ভারতে নয়, শুধুমাত্র ব্রাজিলেই চালু করা হয়েছে। ১৭ই জুন থেকে চালু হয়েছে এই পরিষেবাটি।

Advertisement
Advertisement

এই বিষয়ে জনপ্রিয় মেসেজিং সংস্থা জানিয়েছে যে, ভবিষ্যতে সব সংস্থা চাইলেই এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে যোগ দিতে পারবেন। এতে পেমেন্ট বেশ সুরক্ষিত হবে কারণ, প্রত্যেক লেনদেন ছয় ডিজিটের ‘এম পিন’ বা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের মাধ্যমে করা হবে। তবে এই পরিষেবাটি ব্যবহারের জন্য কোনও বাড়তি খরচ করতে হবেনা ব্যবহারকারীদের। জানা গিয়েছে, ব্রাজিলের প্রায় সব ব্যাংকেরই ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করা যাবে এই প্ল্যাটফর্মে।

Advertisement

এই ডিজিটাল পেমেন্ট শুরু করার বিষয়ে গত বছরই জানিয়েছিল মার্ক জুকেরবার্গের সংস্থা Facebook। ইতিমধ্যে ভারতেও এক বছরের বেশি সময় ধরে এই অ্যাপের বিটা ভার্সানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সংস্থাটি। যদিও ভারতে কবে এই পরিষেবা চালু হবে, তা এখনও জানা যায়নি। অন্যদিকে, Facebook সম্প্রতি Jio-র শেয়ার কেনার পর একজোট হয়ে WhatsApp-কে কাজে লাগিয়ে JioMart-এর ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button