টেক বার্তা

তিনটি নতুন গাড়ি ভারতের বাজারে নিয়ে আসছে Maruti Suzuki, লঞ্চের তারিখ এবং দাম জানুন

এই তিনটি গাড়ি আপনার সমস্ত প্রয়োজন পূরণ করতে চলেছে

Advertisement
Advertisement

ভারতের বাজারের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি হল মারুতি সুজুকি। এই কোম্পানির গাড়িগুলি ভারতের বাজারে বেশ ভালোমতন জনপ্রিয়তা পেয়ে থাকে। Maruti suzuki কোম্পানির তিনটি নতুন গাড়ি এখন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই তিনটি গাড়ি মূলত তিনটি ভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা পূরণ করবে। কেউ হয়তো স্টাইলিশ হ্যাচব্যাক গাড়ি পছন্দ করেন, কারোর দরকার বেশি ফিচারসমৃদ্ধ সেডান, আবার কারো প্রয়োজন একটা নতুন ক্রস ওভার। তাই ভারতীয়দের প্রধান তিনটি চাহিদার কথা মাথায় রেখে, মারুতি সুজুকি নিয়ে এসেছে নতুন তিনটি গাড়ি, যা ভারতীয়দের পছন্দ হবেই। চলুন তাহলে এই তিনটি গাড়ির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

১. নতুন মারুতি সুজুকি সুইফট

Advertisement

ভারতের হ্যাচব্যাক সেগমেন্টের সর্বকালীন সবথেকে জনপ্রিয় গাড়ি maruti suzuki swift নতুন যুগের জন্য একেবারে প্রস্তুত। ২০২৪ সালে, এই গাড়ির নতুন ভার্সন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। ২০২৪ সালের মে মাসে এই গাড়ি লঞ্চ হবে বলে জানা গিয়েছে কোম্পানির সূত্রে। ভিতরে এবং বাইরে অনেক ফিচার পরিবর্তিত হতে চলেছে এই গাড়িতে। এখনো পর্যন্ত এই গাড়ির সম্পূর্ণ ডিজাইনের বিশদ বিবরণ প্রকাশিত হয়নি, তবে শিল্প বিশেষজ্ঞদের মন্তব্য থেকে জানা যাচ্ছে, এই নতুন গাড়িতে একটি নতুন লুক আসতে চলেছে। তবে, এই গাড়িটির প্রধান ফোকাস, অর্থাৎ কম দামে ভালো ফিচার অফার করা, সেটা কিন্তু আগের মতোই বজায় থাকবে।

Advertisement
Advertisement

কিছু কিছু ক্ষেত্রে এই নতুন গাড়িতে পরিবর্তন নিয়ে আসবে maruti suzuki। বেশিরভাগ ফোকাস কেবিনের স্থান এবং বৈশিষ্ট্যগুলি উন্নত করার উপর জোর দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে। নতুন সুইফটে একটি নতুন ড্যাশবোর্ড লেআউট থাকবে বলে আশা করা হচ্ছে যাতে আরও ভালো এর্গোনমিক্স এবং ইনফোটেইনমেন্ট সিস্টেমে থাকতে পারে। নতুন সুইফটে ১.২-লিটার পেট্রোল এবং ১.২-লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন রয়েছে। ফলে জ্বালানি এবং ইঞ্জিনের ক্ষমতা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না।

2. নতুন প্রজন্মের মারুতি সুজুকি ডিজায়ার

নতুন সুইফট লঞ্চের পর, মারুতি সুজুকি জুন ২০২৪-এ নতুন প্রজন্মের ডিজায়ার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই গাড়িটি সুইফটের সাথে একই প্ল্যাটফর্মের উপরে তৈরি করা হবে। এই গাড়িতে আপনারা সস্তায় আরো প্রিমিয়াম ফিচার পেতে পারবেন। এই ডিসায়ার গাড়িতে কেবিন স্পেস আরো বেশি থাকবে। যারা আরামদায়ক এবং সস্তার মধ্যে একটি সেডান গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা সবথেকে ভালো অপশন হতে চলেছে। ডিজায়ার গাড়িটি এমনিতেই ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া সেডানের তালিকায় রয়েছে। তার সঙ্গে যদি আবার নতুন ফিচার যুক্ত হয়, তাহলে এই গাড়ির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলাই যেতে পারে।

3. Maruti Suzuki Fronx Facelift

২০২৩ সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল Maruti Suzuki Fronx 2023। এই ক্রমবর্ধমান মার্কেটে, এই গাড়িটি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে নিতে পেরেছে এক বছরের মধ্যেই৷ এই পরিচয় বজায় রাখতে, Maruti Suzuki এখন Fronx-এর জন্য একটি ফেসলিফ্ট পরিকল্পনা করছে, যা ২০২৫ সালের আগে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই গাড়িটির বিশেষ বিবরণ কিছু এখনো পর্যন্ত আমরা পাইনি, তবে আশা করা যাচ্ছে বাইরের ডিজাইনে কিছু পরিবর্তন করবে কোম্পানি। এই গাড়িটির গ্রিল, হেডল্যাম্প এবং টেল লাইট পরিবর্তিত হতে পারে। এছাড়াও ভিতরে ছোটখাটো পরিবর্তন করতে পারে কোম্পানি। ফলে, সবমিলিয়ে এই নতুন গাড়িটিও ভারতের পোর্টফোলিওতে একটা শক্তিশালী জায়গা দখল করবে আশা করা যায়।

Advertisement

Related Articles

Back to top button