জীবনের প্রথম চুমুটা কেমন ছিল? মুখ খুললেন এই অভিনেত্রী

Advertisement

Advertisement

একের পর এক বিতর্কিত মন্তব্য করে সবসময়ই শিরোনামে থাকেন কঙ্গনা রাওয়াত। একাধিবর বার তিনি সমলোচিতও হয়েছেন। কিন্তু নিজের অভিনয় দক্ষতার মাধ্যম সমস্ত সমালোচনা মিশিয়ে দিয়েছেন তিনি। এমনকি ঠোঁটকাটা বলে বহু দিন থেকেই বলিউডে জনপ্রিয় কঙ্গনা রানাওয়াত৷ যখনই মুখ খোলেন, তখনই তাঁর নামে ছড়িয়ে পড়ে নানা বিতর্ক৷ এবার সেরকমই এক কাণ্ড করে ফেললেন কঙ্গনা৷

Advertisement

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে কঙ্গনা তার নিজের গোপনীয় মূহুর্তের কথা স্পষ্টই জানিয়ে ফেললেন, প্রথমবার তিনি যখন চুমু খেয়েছিলেন, ঠিক কেমন লেগেছিল তাঁর৷ তিনি বলেন, তখন আমার সতেরো বছর বয়স৷ আমার এক বন্ধুর সঙ্গে আমি ঘুরতে বেরিয়ে ছিলাম৷

Advertisement

সেখানেই এক পঞ্জাবী ছেলের সঙ্গে আলাপ হয়৷ ছেলেটি আমাকে জানায়, আমি নাকি বাচ্চা! আমি তাকে ফোন করতে থাকি৷ সোজাসুজিই বলি আমাকে বড় করে দাও৷ তিনি এও বলেন যে, আমি প্রথম যখন চুমু খাই৷ আমার ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিল আমার বয়ফ্রেন্ড ৷ দম বন্ধ হয়ে যাচ্ছিল৷ আমি মুখ নাড়াতেই পাচ্ছিলাম না৷

Advertisement