নিউজরাজ্য

West Bengal Weather Update: হু হু করে বইবে ঝড়, ওলটপালট হবে ভিন্ন রাজ্যে, নিস্তার নেই পশ্চিমবঙ্গেরও

ঝাড়খন্ডে ঘূর্ণাবর্ত্য এবং জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে, এবং তার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়

×
Advertisement

বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত হালকা হালকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে কলকাতা এবং আশেপাশের বিভিন্ন এলাকায়। আজ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া বিরাজ করবে বলে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি কলকাতায় চলবে সারাদিন রোদ এবং মেঘের খেলা। নতুন করে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্জা এবং তারপর বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্বের জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে দেশের বিভিন্ন প্রান্তে। ১৬ মার্চ থেকে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে পশ্চিমা বাতাসের প্রবেশের কারণে দেশের নানা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খন্ডে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগরের জলীয়বাষ্পপূর্ণ বাতাস এবং পশ্চিমে শীতল বাতাসের সংঘাতে ঝড় বৃষ্টির পরিবেশ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তিন থেকে চার দিন ধরে ঝড় বৃষ্টি হবে, তবে লাগাতার বৃষ্টি হবার সম্ভাবনা দু এক ঘন্টার জন্যই থাকবে। বজ্রগর্ভ মেঘ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

Advertisements
Advertisement

এই কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগ হবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের কারণে ব্যাহত হতে পারে জনজীবন। আগামী ২৪ ঘণ্টায় মেঘলা আকাশের পরিমাণ বাড়বে এবং খুব হালকা সামান্য বৃষ্টি হবে, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। উত্তর ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে পশ্চিমে জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

বৃহস্পতি এবং শুক্রবার ১৬ এবং ১৭ই মার্চ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। কলকাতাতে আজকেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি। তবে কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে এখনো সময় লাগবে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার থেকে কলকাতার আবহাওয়া একেবারে পরিবর্তিত হবে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ঝড়ের গতিবেগ দুটোই বৃদ্ধি পাবে, এমনটাই আবহাওয়া আলাদা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisements
Advertisement

তবে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে,দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকতে পারে। তবে দিল্লীর আকাশে সামান্য মেঘ থাকবে, যার কারণে দিল্লির মানুষ গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে জানা গিয়েছে। আবহাওয়া অফিস বুধবার আংশিক মেঘলা আকাশে পূর্বাভাস দিয়েছে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে। একইভাবে আইএমডি নিজেদের ওয়েদার রিপোর্টে জানিয়েছে, ১৬ এবং ১৭ মার্চের মধ্যে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এবং মধ্য ভারতের অন্যান্য রাজ্যে। এর ফলে তাপপ্রবাহ থেকে কিছুটা মুক্তি পাবে মধ্যভারত। তবে এই খবর কৃষকদের জন্য উদ্বেগের বিষয়। এর ফলে মাঠে যে ফসল রয়েছে, হঠাৎ বৃষ্টিতে তার কিছুটা ক্ষতি হতে পারে।

Related Articles

Back to top button