নিউজ

Indian Railway Job: বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল, মাধ্যমিক পাশেই রয়েছে সুবর্ণ সুযোগ

Advertisement
Advertisement

দেশে বেকার সমস্যা বড় আকার ধারণ করছে। শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে দিন দিন। এর মধ্যেই কর্মহীন যুবক যুবতীদের জন্য এল বড় সুখবর। বিপুল পরিমাণ শূন্যপদে নিয়োগ শুরু হচ্ছে ভারতীয় রেলে (Indian Railways Recruitment)। কেবল মাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করা যেতে পারে। কত শূন্যপদ রয়েছে, কীভাবেই বা করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত ভাবে।

Advertisement
Advertisement

প্রতি বছরই নিয়ম করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগ করা হয়। এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ এর কনস্টেবল পদে নিয়োগ শুরু হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪২০৮ টি শূন্যপদে নিয়োগ হবে। পদের নাম রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স বা RPSF-এর কনস্টেবল। বাড়ি থেকেই এই পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক পদে নিয়োগ করা হবে ভারতীয় রেলে। সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে। তবে কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণি পাশ করলেই চলবে। সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। আর কনস্টেবল পদে আবেদনের জন্য বয়স থাকতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।

Advertisement
Advertisement

প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা আর তারপর শারীরিক পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ। তারপরেই প্রকাশিত হবে নির্বাচিত দের তালিকা। সেই তালিকার স্থান বিবেচনা করে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের আরপিএফ বা আরপিএসএফ এর প্রশিক্ষণ দেওয়া হবে। কলকাতা, শ্রীনগর, চেন্নাই, ভুবনেশ্বর এর মতো একাধিক শাখায় কাজের সুযোগ পাবে নির্বাচিত প্রার্থীরা। কনস্টেবল পদে নিয়োগের পর প্রার্থীদের বেতন হবে ২১,৭০০ টাকা। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল পোর্টাল থেকে আবেদন করতে হবে প্রার্থীদের। অসংরক্ষিত কোটার প্রার্থীদের আবেদন বাবদ দিতে হবে ৫০০ টাকা। উল্লেখ্য, আবেদনের শেষ তারিখ ১৪.০৫.২০২৪।

Related Articles

Back to top button