Today Trending Newsবিনোদনরাজ্য

Monsoon in West Bengal: আগামী ৫ দিন ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা

Advertisement
Advertisement

টক ডাল, সরবৎ, আর নয়। এবার চাই ইলিশ ভাজা, খিচুড়ি আর গরম গরম তেলেভাজা। আসলে মানুষ চাইছে এবারে বর্ষা আসুক, অনেক গরমের দাপাদাপি হয়েছে। নাজেহাল মানুষ বুঝেছে তাপ প্রবাহ কি। পুকুর বুজিয়ে ফ্ল্যাট, ইলেকট্রনিক জিনিসের যথেচ্ছ ব্যবহারের শাস্তি কি হতে পারে, সেটা প্রকৃতি বুঝিতে দিয়েছে। সবুজ কেটে যদি ইট বালি সিমেন্টের রাজপ্রাসাদ হয়, তাহলে গ্লোবাল ওয়ার্মিং যে মাথার উপর নাচ করবেই এটা সকলেই জানতো, এরপরেও প্রকৃতির সঙ্গে টেক্কা দিতে গিয়ে চরম গরমের শিকার হয় গোটা বাংলার মানুষ। এবার তারা চায় বৃষ্টি আসুক, হোক ঝড়, মাটি শীতল হোক, ঘামাচি মরুক, ইত্যাদি ইত্যাদি।

Advertisement
Advertisement

তাহলে কবে বর্ষা আসছে? উত্তরবঙ্গে ইতিমধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করে গিয়েছে, এবার পালা দক্ষিণ বঙ্গের। আলিপুর আবহাওয়া দপ্তর এই প্রসঙ্গে সুখবর দিল রাজ্যবাসীকে। মৌসুমী বায়ু স্থল বায়ু ও সমুদ্র বায়ুর বৃহত্তর সংস্করণ। এই বায়ু, প্রথমে কেরলে প্রবেশ করে, এরপর উত্তরবঙ্গ হয়ে হিমালয়ে ধাক্কা খেয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করে। ঠিক এইভাবেই প্রতিবছর জুন মাসের মাঝামাঝি নাগাদ বর্ষার প্রত্যাবর্তন হয়। এখন, প্রশ্ন হল কবে আসছে বর্ষা?

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে । তবে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করছে এই ব্যাপারে নির্দিষ্ট কোনো খবর নেই। আপাতত উত্তরবঙ্গের মানুষ বর্ষার আনন্দ উপভোগ করবে। তবে, প্রচণ্ড তাপ প্রবাহের ফলে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button