নিউজরাজ্য

রাজ্যজুড়ে কণকণে ঠাণ্ডা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

Advertisement
Advertisement

এবার পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। তবে তার আগে শেষবারের মতো জাঁকিয়ে ঠান্ডা পড়লো শনিবারদিন। এদিন তাপমাত্রা বেশ খানিকটাই কমে যায়। আলিপুরের তাপমাত্রা কমে দাঁড়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসে।অন্যান্য জেলাতেও একই চিত্র দেখা যায়। কালিম্পংয়ের তাপমাত্রা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Advertisement

কোচবিহারে ৫.৬ ডিগ্রি, শিলিগুড়িতে ৬.১ ডিগ্রি এছাড়া পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয় উত্তর, মধ্য, পূর্ব ভারত জুড়েও দাপট ছিল ঠান্ডার। দিল্লিতেও তাপমাত্রা নামে পাঁচ ডিগ্রির নীচে।

Advertisement

আরও পড়ুন : রেড রোডে মুখ্যমন্ত্রী, প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তা রাজ্যজুড়ে

Advertisement
Advertisement

আবহাওয়া দপ্তরের মতে সোমবার পর্যন্ত শীতের দাপুটে প্রভাব থাকবে কিন্তু তারপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘলা হবে আকাশ শুধু তাই নয় বৃষ্টিও হতে পারে সরস্বতী পুজোয়।

কদিন আগের ঝঞ্ঝাটি কেটে যাওয়ার পর শীত আরও একবার ফিরে এলেও এবার পুরোপুরি বিদায় নেবে। আবহাওয়াবিদদের মতে আরও একটি ঝঞ্ঝা এলে তার ফলে ফের গায়েব হবে ঠান্ডা।সরস্বতী পুজোতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনে তা ২৭ ডিগ্রিতেও পৌঁছতে পারে। এছাড়া মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টি হতে পারে বলেও জানা গেছে।

Advertisement

Related Articles

Back to top button