দেশনিউজরাজ্য

৪৮ ঘণ্টায় ৮ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, কী হবে বাংলাতে? জানুন Weather Report

গোটা দেশজুড়ে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবার কোথাও রয়েছে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা

×
Advertisement

বাংলার বুকে রীতিমত শীতের স্পেল শেষের পথে। দুপুরের দিকে সূর্যের দাবদাহে ঘর্মাক্ত দিন কাটাতে হচ্ছে বঙ্গবাসীকে। এরমাঝেই তাপমাত্রার পরিবর্তন ও বৃষ্টির সম্ভাবনা নিয়ে বড় খবর শোনালো আবহাওয়া দপ্তর। গোটা দেশজুড়ে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবার কোথাও রয়েছে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা। বলা যেতে পারে কিছুদিনের মধ্যেই বেশ কিছু রাজ্যে গ্রীষ্মের প্রখর দাপটের দেখা মিলবে।

Advertisements
Advertisement

Advertisements

আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমবঙ্গসহ বিহার উত্তরপ্রদেশ এবং ঝাড়খন্ডে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেই সাথে এই জায়গাগুলিতে আদ্রতা বৃদ্ধি পাওয়াতে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে আবার কিছু রাজ্যে ঠান্ডার স্পেল ফিরে আসতে পারে বলে অনুমান করছেন আবহবিদরা। পাঞ্জাব এবং রাজস্থানে অব্যাহত থাকতে পারে ঠান্ডার প্রভাব। এমনকি এই সমস্ত এলাকাতে আগামী ৪৮ ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

Advertisements
Advertisement

অন্যদিকে পার্বত্য অঞ্চল যেমন জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ, মুজাফফরবাধ ইত্যাদি জায়গায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি এবং তুষারপাতের দেখা মিলতে পারে। পাশাপাশি বৃষ্টি পড়বে উত্তরাখণ্ডে এবং অরুণাচল প্রদেশে। তবে এতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আসামে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অরুণাচলপ্রদেশে আগামীকাল থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Related Articles

Back to top button