নিউজরাজ্য

সপ্তাহের শুরু হল মেঘাচ্ছন্ন আকাশ দিয়ে! এক্ষুনি কি হবে আকাশভাঙা বৃষ্টি না থাকবে গুমোট গরম? যা জানাল হাওয়া অফিস

দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় না হলে বর্ষাকাল আসবে না

Advertisement
Advertisement

প্রায় প্রতিদিন বৃষ্টির দেখা মিললেও দিনের শেষে গিয়ে তাপমাত্রা খুব একটা কমছে না বাংলায়। বৃষ্টির প্রভাব কাটলেই আবার একই গরম ফিরে আসছে। প্রখর রোদের তেজে দুপুরের দিকে রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে পড়ছে। আজ সপ্তাহের প্রথম দিন সোমবারে সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ এবং অস্বস্তিকর গরম নিয়ে শুরু হয়েছে নতুন সপ্তাহ। একদিকে যেমন আবহাওয়ার অস্বস্তি তেমন অন্যদিকে আবার চলছে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনের ভোটাভুটি। বাধা হয়ে দাঁড়াবে না তো আবহাওয়া? বৃষ্টি হবে কি আজ দক্ষিণবঙ্গে? আবহাওয়ার বিস্তারিত আপডেট সম্বন্ধে জেনে নিন এই প্রতিবেদনে।

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গের রীতিমতো বর্ষার সময় শুরু হয়ে গেল আকাশভাঙা বৃষ্টির দেখা নেই। উল্টে প্রতিদিন তাপমাত্রা বাড়ছে একটু একটু করে। অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস বঙ্গবাসীর জীবন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর জুনের পর জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও মূলত বৃষ্টিহীন থাকতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ। সেই সঙ্গে থাকবে বাতাসে আদ্রতাজনিত অস্বস্তি এবং প্যাচপ্যাচে গরম। আগামী পাঁচ থেকে সাত দিনের জন্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে এক পশলা বৃষ্টি হতে পারে বিকেলের দিকে।

Advertisement

আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার জন্য নিম্নচাপের প্রয়োজন। আর দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে না কোন নিম্নচাপ। যতদিন না নিম্নচাপ তৈরি হবে ততদিন মৌসুমী বায়ু সক্রিয় হবে না এবং দক্ষিণবঙ্গে বর্ষাকাল আসবে না। আজ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ইতিমধ্যেই মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে উত্তরবঙ্গে। তাই আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। এমনকি কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button