নিউজরাজ্য

Weather update: আগামী সপ্তাহে রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা, কোন কোন রাজ্যে পড়বে প্রভাব?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে বাংলায় হতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি

Advertisement
Advertisement

জেলায় জেলায় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তবে তারই মাঝে এবার কারবৈশাখের পূর্বাভাস দিয়ে দিলো হাওয়া অফিস। আগামী সপ্তাহে বাংলায় ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ভিজতে পারে মূলত কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। সোমবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
Advertisement

রবিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২১.৮ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৮০ শতাংশ। জলীয় বাষ্প খুব কম থাকায় শুষ্ক ভাব বিরাজ করেছে আবহাওয়ায়। অন্যদিকে পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে একটি গভীর অক্ষরেখা বিরাজ করছে যার ফলে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল আসতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে এবং হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে একটি ঝঞ্ঝা উপস্থিত হতে পারে দক্ষিণবঙ্গে। ফলে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। মার্চ মাসের মাঝামাঝি নাগাদ বাংলায় কালবৈশাখীর দেখা মিলতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। বৃষ্টি হবে মূলত কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

Advertisement

১৫ মার্চ বুধবার থেকে আবহাওয়া বদল হতে পারে। তাপমাত্রা কিছুটা কমলেও ১৬ এবং ১৭ মার্চ দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে আরো একবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ১৩ এবং ১৪ মার্চ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং জেলায়। বুধবার ১৫ ই মার্চ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতায় ঝড়ো হাওয়া বয়েছিল এবং তারই সাথে বৃষ্টি হয়েছে আসানসোলে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button