দেশনিউজ

৩১ মার্চের আগে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করুন, অন্যথায় বড় ক্ষতি হতে পারে

৩১ মার্চের আগে আপনাকে অর্থ সম্পর্কিত কিছু কাজ শেষ করতে হবে

Advertisement
Advertisement

খুব শীঘ্রই শেষ হতে চলেছে ২০২২-২৩ অর্থবর্ষ। এই অর্থবর্ষ অনেকের জন্যই ভালো গিয়েছে। আবার অনেকের কাছে এই বছরটা খুব একটা ভালো না।তবে যাই হোক, এবছরের ইয়ারএণ্ড আসছে। তাই খুব শীঘ্রই আপনাকে কয়েকটি কাজ সেরে ফেলতে হবে, না হলে আপনাকে কিন্তু পড়তে হবে সমস্যায়। আপনি যদি এখনও পর্যন্ত অর্থ সংক্রান্ত এই কাজগুলি না করে থাকেন, তবে সেই কাজগুলি সময়মতো শেষ করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এটি সময়মত না করেন, তাহলে আপনার বিশাল ক্ষতি হতে পারে এবং আপনি হয়তো অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন না। চলুন পুরো ব্যাপারটা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

আপনি যদি PAN এবং Aadhaar লিঙ্ক না করে থাকেন তাহলে নিজের PAN ও Aadhaar খুব শীঘ্রই লিঙ্ক করে ফেলুন। এই কাজের সর্বাধিক সময়সীমা ৩১ শে মার্চ। তাই ৩১শে মার্চের আগেই এটি করে ফেলুন। আপনি যদি এই কাজটি না করেন, তাহলে ১ এপ্রিল থেকে আপনার প্যানকার্ড আর কোনো কাজে আসবে না। আপনি এই কার্ডকে আর পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে সক্ষম হবেন না। সঙ্গেই, আপনাকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হবে।

Advertisement

পিএম ভায়া বন্দনা যোজনায় বিনিয়োগের শেষ সুযোগ

Advertisement
Advertisement

এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ ৩১শে মার্চ। আপনি এর আগেই পারলে এই স্কিমে বিনিয়োগ করুন। সরকার এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেমন কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। সেজন্য আপনি শুধুমাত্র সর্বাধিক মার্চ মাস পর্যন্তই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

এছাড়াও, ট্যাক্স বাঁচাতে ৩১ মার্চের আগে আপনি PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ELSS স্কিমে বিনিয়োগ করতে পারেন। এটা না করলে ট্যাক্স সেভ করার সুযোগ আর আপনি পাবেন না। তাই কর ছাড়ের সুবিধা নিতে হলে তাড়াতাড়ি বিনিয়োগ করুন।

ITR ফাইল করার শেষ তারিখ

আপনি যদি ITR ফাইল করেন, তাহলে আপনাকে ৩১শে মার্চের আগে ITR ফাইল করতে হবে। অন্যথায় আপনাকে জরিমানা দিতে হবে।

Advertisement

Related Articles

Back to top button