নিউজরাজ্য

Weather Report: অস্বস্তিকর গরমের শেষেই স্বস্তি আনবে বৃষ্টি, আছে ঝড়ের পূর্বাভাসও

Advertisement
Advertisement

মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অস্বস্তিকর গরম কষ্ট দিচ্ছিল মানুষকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বীরভূম, বাঁকুড়া, আসানসোলে পারদ ছিল উর্ধ্বমুখী। তবে সেই বাড়তে থাকা গরমের শেষে স্বস্তির ঝড়-বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৈশাখ মাসের শেষ বিকেলে হয়েছে স্বস্তির বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী, ১৬’ই মে দুপুরের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Advertisement
Advertisement

দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতেও উর্ধ্বমুখী তাপমাত্রা পৌঁছেছিল ৪০°-তে। তবে ঝড়-বৃষ্টিতে কমেছে তাপমাত্রার পারদ। গত ২৪ ঘন্টায় দিঘা ও তার সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪° সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৩° সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী, ১৬’ই মে দিঘার তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৪° কম। সর্বোচ্চ ৩৭° ও সর্বনিম্ন ২২° সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দিঘায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার। জানা গেছে, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২%। ১৬’ই মে, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিঘায়।

Advertisement

দিঘার পাশাপাশি বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতেও। উল্লেখ্য, এদিন পূর্ব মেদিনীপুরের তমলুকের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৪° কম। সর্বোচ্চ থাকবে ৩৭.১° সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৭°। জানা গেছে, তমলুকসহ তার সংলগ্ন এলাকার আপেক্ষিক আদ্রতা ৭০%। ১৬’ই মে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তমলুকসহ তার সংলগ্ন এলাকাগুলিতেও। গত ২৪ ঘন্টায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এই এলাকাগুলিতে।

Advertisement
Advertisement

পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ১৬’ই মে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৩° কম। সর্বোচ্চ ৩৭.১° সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৪° সেলসিয়াস। মঙ্গলবার এই শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গেছে, এই মুহূর্তে বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৭%।

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার পাশাপাশি কাঁথি শহরের তাপমাত্রাও এদিন থাকবে স্বাভাবিকের থেকে ৪° কম। সর্বোচ্চ থাকবে ৩৭.২° সেলসিয়াস, সর্বনিম্ন ২২.৩°।

মঙ্গলবার এগরা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.১° সেলসিয়াস সর্বনিম্ন ২২.১°। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৭%। জলীয় বাষ্পের পরিমাণ ৭৪%। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার, ১৬’ই মে কাঁথি সহ এগরা ও তার সংলগ্ন অঞ্চলগুলিতে ভালোই ঝড়-বৃষ্টি হবে।

Advertisement

Related Articles

Back to top button