Today Trending Newsকলকাতানিউজ

গ্রীষ্মের দাপট শুরু, রাজ্যে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

Advertisement
Advertisement

এবছর শীত যাবে যাবে করেও কিছুতেই বিদায় নিতে চাইছিল না, অবশেষে বসন্তের আগমনে বিদায় নেয় শীত, হালকা করে বাড়তে থাকে তাপমাত্রা, দিনের বেলায় রোদের তাপে এখন তেমন অসুবিধে না হলেও আবহাওয়া দফতরের গ্রীষ্ম নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ, এপ্রিল ও মে মাসে উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, মধ্যভারত ও দক্ষিণ ভারতের কিছু অংশে তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। ফলে গরমের দাবদহে মানুষের ভোগান্তি যে বাড়বে তেমনটাই মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন : কেন্দ্রের নয়া প্রকল্প, সমর্থন নয় রাজ্য সরকারের

Advertisement

কলকাতা সহ পশ্চিমবঙ্গের আশেপাশে ভোরের দিকে হাল্কা ঠান্ডার রেশ থাকলেও, দেশজুড়ে কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ছে , এখনই সেভাবে আরম্ভ হয়নি গ্রীষ্মের প্রভাব, আর এখনই আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসে আগামী দিন গুলোয় গরম যে ভালোমতোই ভোগাবে সে আশঙ্কাই করা হচ্ছে। এতদিন শীত দাপট দেখিয়েছে, এবার পালা গ্রীষ্মের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button