Today Trending Newsনিউজরাজ্য

ফের নামছে পারদ, আগামী দু-তিন দিনের জন্য বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

Advertisement
Advertisement

শীত অবশেষে বিদায় নেওয়ার মুহূর্তে ফের একবার তাপমাত্রার পারদ কিছুটা নামল রাজ্যে। গত কয়েকদিনের তুলনায় আবার তাপমাত্রার পারদ নামল কিছুটা। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী কম। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল। বৃহস্পতিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

Advertisement
Advertisement

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল আর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। আগামী কয়েকদিন সকাল ও সন্ধ্যার দিকে হালকা শীত অনুভূত হবে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে। যার ফলে দুপুরের দিকে গরম অনুভূত হবে কলকাতায়। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশের দেখা মিলবে।  বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বনিম্ন ২৯ শতাংশ , সর্বোচ্চ ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি শহরে। গত ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা দেখলেই বোঝা যাচ্ছে যে বিদায় বেলায়ও কিছুতেই একেবারে যেতে চাইছে না শীত। কিন্তু খুব শীঘ্রই বসন্তের আগমনে শীত বিদায় নেবে।

Advertisement

আরও পড়ুন : কাজ শুরু দেড় বছরের মধ্যে মালদার ফারাক্কা ব্রিজ ভেঙে মৃত্যু অন্তত ৪

Advertisement
Advertisement

এবার শীতের আগমন সময়ের থেকে কিছুটা দেড়িতে হয়েছিল কিন্তু শীত যে এমন লম্বা ইনিংস খেলবে তা অনুমান করা যায়নি। এবছর ফেব্রুয়ারিতে শীত রেকর্ড করে ফেলেছে। ফেব্রুয়ারী মাস তাপমাত্রার পারদ এতটাই কমেছে যে তা রীতিমতো কাপিয়ে দিয়েছে রাজ্যবাসীকে। যদিও এবছর দীর্ঘ সময় ধরে শীত উপভোগও করা গেছে। তাই লম্বা ইনিংসের শেষবেলায়ও রান নিয়ে যাচ্ছে শীত, হতে চাইছে না আউট।

Advertisement

Related Articles

Back to top button