রবিবার সন্ধ্যায় বছর দেড়েক আগে কাজ শুরু হওয়া মালদার বৈষ্ণবনগরে ফারাক্কা ব্যারেজের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় নির্মীয়মাণ এই ব্রিজের ১ ও ২ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলার সময়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে বেশ কয়েক দিন ধরেই ফরাক্কা ব্রিজে কাজ চলছিল। রবিবার সন্ধেবেলাতেও ওই ব্রিজে কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক, সেইসময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ওই ব্রিজের একটি গার্ডার।সাথেসাথেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান শ্রমিকরা।
এই দুর্ঘটনায় জখন হয়েছে অনেকে,এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বলছে ২ জন বলে আশঙ্কা করা হলেও স্থানীয় কংগ্রেস বিধায়ক মইনুল হকের দাবি করেছেন, দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ১ ইঞ্জিনিয়র আছেন। আশঙ্কা করা হচ্ছে ধংসস্তূপে আটকে আছেন এক শ্রমিক। আহত অবস্থায় উদ্ধার করে ৭ জন শ্রমিককে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু জনের অবস্থা আশঙ্কাজনক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকি কারণে ভেঙে পড়ল নির্মীয়মান এই সেতু খতিয়ে দেখা হচ্ছে, দক্ষিণ ভারতের একটি সংস্থাকে এই ব্রিজ নির্মাণের বরাদ দেওয়া হয়েছিল। তাদের কোনও গাফিলতি ছিল কিনা না নির্মাণের কাঁচামাল সরবরাহে কোনও ত্রুটি ছিল তদন্ত করে দেখবে পুলিশ।