নিউজদেশ

Weather alert: দেশজুড়ে আগামী দুদিনের জন্য চলবে বর্ষার রেড অ্যালার্ট, বৃষ্টির তান্ডব চলবে বিভিন্ন জায়গায়, তালিকায় রয়েছে বাংলা?

আগামী দু'দিন বর্ষার তাণ্ডব চলবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর

Advertisement
Advertisement

উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে এখন বৃষ্টির তান্ডব চলছে। আর কদিন এই তান্ডব চলবে সেই নিয়ে এখনো পর্যন্ত কিছুই জানাতে পারেনি ভারতের আবহাওয়া দপ্তর। এর মধ্যেই আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে একটা নতুন নির্দেশিকা। আগামী দু’দিনের জন্য দেশের বিভিন্ন রাজ্যে বর্ষার তাণ্ডব চলবে বলে জানা গিয়েছে। এর মধ্যে তালিকায় রয়েছে বিহার মেঘালয় এবং সিকিম। এছাড়া ওই তালিকায় রয়েছে অসম অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশ। কিন্তু পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত এই তালিকায় নেই।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে দেশের কয়েকটি অংশে আগামী ১২ এবং ১৩ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দফায় দফায় সেখানে বৃষ্টির দাপট দেখা যেতে পারে এবং পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়ার প্রেক্ষিতে বলা হয়েছে এই রাজ্যে বৃষ্টির দাপট চলবে। মূলত তরাই অঞ্চলে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন। তবে সিকিম এবং পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টি হলেও, সমতলে বৃষ্টি হবার সম্ভাবনা খুব কম। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।

Advertisement

এছাড়াও উত্তরপ্রদেশে ১২ তারিখ থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় এবং একাধিক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিহারে জারি করা হয়েছে বৃষ্টির জন্য লাল সতর্কতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে। তার পাশাপাশি মধ্যপ্রদেশ কঙ্কন এবং গোয়া উপকূলে পাঁচদিন প্রবল বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উপকূলীয় কর্ণাটক তেলেঙ্গানা এবং কেরলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও ধসের সৃষ্টি হতে পারে এবং দেশের বিভিন্ন অংশে সাধারন মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button