নিউজরাজ্য

উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল, কিসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে ছাত্রছাত্রীদের? জানুন

আগামী ৩১ জুলাই পর্যন্ত ট্রেন চলবে না। সুতরাং পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধার সৃষ্টি হবে। সবদিক বিচার বিবেচনা করেই রাজ্যের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

করোনা সংক্রমণের জেরে বাতিল করা হয়েছে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। কিভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে সেটা পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। সিবিএসই ও আইসিই- জুলাইয়ের পরীক্ষাও বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৩১ জুলাই পর্যন্ত ট্রেন চলবে না। সুতরাং পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধার সৃষ্টি হবে। সবদিক বিচার বিবেচনা করেই রাজ্যের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

সিবিএসই ও আইসিই-র উচ্চমাধ্যমিকের পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গড় নম্বরের ভিত্তিতেই দশম আর দ্বাদশ শ্রেণীর এই দুই বোর্ডের পরীক্ষার ফলাফল নির্ধারিত হবে। জুলাইয়ের মাঝামাঝিতে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

Advertisement

রাজ্য উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে বলে মনে করা হচ্ছে। জুড়িও স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে ৩১ জুলাইয়ের মধ্যে উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফল ঘোষণা হতে পারে। অন্য বিষয়ে পাওয়া সর্বোচ্চ নম্বর মিলবে বাকি থাকা পেপারে। পরীক্ষার্থীরা প্রয়োজনে আবারও পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button