দেশনিউজ

করোনা আতঙ্কঃ ভারতে আসার ভিসা স্থগিত রাখলো কেন্দ্র সরকার

Advertisement
Advertisement

ভারতে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, যার ফলে ভারত সরকারের কপালে দুশ্চিন্তার ছায়া। এখনোও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা ৬২। নোভেল করোনা ভাইরাসের গতিবিধি সম্পর্কে গবেষণা চালাচ্ছে বৈজ্ঞানিক মহল। সাধারণ জ্বরের মতো করোনার জীবানুর লক্ষণগুলি কিছুটা এক হওয়ায় আরও জটিলতা তৈরি হয়েছে। করোনার উৎপত্তি স্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর, যার বর্তমান অবস্থা মহামারীর আকার ধারন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীন ছাড়াও বাইরের দেশগুলোতে ছড়িয়ে গিয়েছে এই ভাইরাস।

Advertisement
Advertisement

তাই, ভারত সরকার দেশে করোনা ভাইরাসের প্রভাব আটকাতে এক নতুন নির্দেশ দিল। মার্চের ১১ তারিখের আগে যেসমস্ত নাগরিক যারা স্পেন, ফ্রান্স ও জার্মানি থেকে ভারতে আসবে তাদের ভিসা স্থগিত রাখা হল। যারা ওই তিন দেশ থেকে এখনো পর্যন্ত ভারতে আসতে পারেননি তাদের উপর এই নিয়ম জারি করল ভারত সরকার। অন্যান্য বিদেশি যারা ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম জারি হচ্ছে না, তাদের ভিসাতে হচ্ছে না কড়াকড়ি। ই-এফআরপিও-র মাধ্যমে তারা ভিসা বৃদ্ধির জন্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া প্রয়োজনে নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে পারেন।

Advertisement

আরও পড়ুন : এসএসকেএম হাসপাতালে এবার শুরু হবে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা

Advertisement
Advertisement

এছাড়া যেসমস্ত বিদেশি নাগরিক স্পেন, ফ্রান্স এবং জার্মানিতে ১ ফেব্রুয়ারি বা তারপরে প্রবেশ করেছেন তাদের জন্য ভারতে আসার ব্যাপারে ভিসা স্থগিত রাখা হচ্ছে। এখনো পর্যন্ত যারা বাইরের দেশ থেকে ভারতে আসেননি তাদের উপরও একই নিয়ম জারি হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button