ক্রিকেটখেলা

সিরিজ হারলেও ভারতীয় অধিনায়ক বললেন এই কথা, জানালেন হারের কারন

×
Advertisement

একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৩৪৭ রান করেও হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচেও ২৭৪ রান করতে না পেরে সিরিজ খোয়াতে হয়েছে ভারতকে। প্রথম ম্যাচে ব্যাটিং ভালো হলেও বোলিং খারাপ হয়েছিল।‌ দ্বিতীয় ম্যাচে ঠিক তার উল্টো ঘটলো। ভারতীয় বোলিং লাইনআপ নিউজিল্যান্ডকে ২৭৫ এর আগেই আটকে দেয় কিন্তু ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইনআপ সেই লক্ষ্যেও পৌঁছাতে পারেনি আজ। রান তাড়া করায় পটু দল আজ রান তাড়া করে জিততে ব্যর্থ হল।

Advertisements
Advertisement

ম্যাচের পর বিরাট কোহলি জানিয়েছেন, “দুটি দারুণ ম্যাচ হয়েছে এবং সমর্থকরা বেশ উপভোগ করেছে। আমরা দারুণ ভাবে ম্যাচটি শেষ করেছি। আমাদের ব্যাটিংয়ে আজ সামান্য সমস্যা হয়েছে। নিউজিল্যান্ড ইনিংসের শেষের দিকে আমরা তাদের বেশি রান দিয়ে ফেলেছি। এইবছর টেস্ট ও টি-টোয়েন্টিতে যে ধরনের ক্রিকেট খেলেছি সেরকম প্রদর্শন আমরা ওয়ানডেতে দেখাতে পারিনি। তবে কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ভালো খেলতে পারে এরকম বেশ কয়েকজন খেলোয়াড় পেয়েছি।”

Advertisements

আরও পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াই করে সিরিজ হারল ভারত

Advertisements
Advertisement

দলের নিম্নক্রমের ব্যাটসম্যানদের প্রদর্শনে খুশি ভারত অধিনায়ক। এবিষয়ে তিনি জানান, “আজ জাদেজা ও সাইনি দুর্দান্ত প্রদর্শন করেছে। শ্রেয়সও ভালো খেলেছে। সাইনি যে এত ভালো ব্যাট করতে পারে সেটা আমাদের জানা ছিল না। শেষের দিকের ব্যাটসম্যানরা দলের হয়ে অবদান রাখতে পারলে তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সিরিজে আমাদের আর হারানোর কিছু নেই তাই পরের ম্যাচে কয়েকটি পরিবর্তন হতে চলেছে।”

Related Articles

Back to top button