জ্যোতিষ

Plant For Money: এই গাছগুলিতে মা লক্ষ্মী থাকেন, বাড়িতে আনলেই পাল্টে যাবে চেহারা, টাকার বৃষ্টি হবে

×
Advertisement

বর্তমান যুগে দাড়িয়ে প্রতিটি মানুষেরই অর্থের প্রয়োজন, যা কখনোই মেটার নয়। ভালো করে চিন্তা করলে বোঝা যাবে আজকালকার প্রজন্ম শুধুই দৌড়ে চলেছে টাকার জন্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র সেভাবে মেনে চলেন না কেউই। তবে যদি নিয়ম মাফিক মেনে চলা যায় তাহলে, গৃহস্থ ঘরে অর্থের অভাব মিটবে। উল্লেখ্য, জ্যোতিষশাস্ত্র মেনে গৃহস্থ ঘরে যদি এই চার ধরনের গাছের মধ্যে যেকোন একটি গাছ রাখা যায় তাহলেই মিলবে ফল। সন্তুষ্ট হন মা লক্ষ্মীও।

Advertisements
Advertisement

১) তুলসী গাছ- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তুলসী গাছে মা লক্ষ্মীর বাস এমন কথাই মনে করা হয়। নিয়ম মেনে এই গাছ পুজো করলে সন্তুষ্ট হন মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুও। মেটে আর্থিক অভাবও।

Advertisements

২) ক্র্যাসলা গাছ- ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুবেরকে অর্থের দেবতা হিসেবে মানা হয়। শোনা যায়, একবার ভগবান শিব বিজয়ের রূপ ধারণ করে কুবের দেবতাকে ক্র্যাসুলা গাছ দিয়েছিলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী, ভগবান শিব কুবের দেবতাকে এই গাছ দেওয়ার পর থেকেই তা কুবের গাছ নামেই পরিচিত। এই গাছ ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে থাকে। মেটায় অর্থের অভাবও।

Advertisements
Advertisement

৩) সাদা পলাশ- এই গাছ লক্ষণের উদ্ভিদ নামেও পরিচিত। যদি বাড়িতে লাগানো হয় তাহলে, ঘর অর্থে ভরে যায়। এটি বাড়িতে লাগালে গৃহস্থ ঘরে সকল সদস্যের স্বাস্থ্যও ভালো থাকে।

৪) বাঁশ গাছ- বাঁশ গাছকে ঘরে রাখা শুভ বলে মনে করা হয়। এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে থাকে। এটি গৃহস্থ ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধিকে বাড়িয়ে তোলে। শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, এই গাছ যত বৃদ্ধি পায় জীবন তত উন্নত হয়।

Related Articles

Back to top button